
BCCI on Saliva Ban: আসন্ন আইপিএল ২০২৫ (IPL 2025) মরসুমে লালারস (Saliva) ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আজ, ২০ মার্চ, বৃহস্পতিবার মুম্বইয়ে এক বৈঠকে আইপিএলের সব দলের অধিনায়কদের সঙ্গে এই প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কোভিড-১৯ মহামারীর সময় সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে প্রথমবার এই নিয়ম নিষিদ্ধ করেছিল এবং ২০২২ সাল থেকে এই নিয়মই স্থায়ী হয়। বিসিসিআইয়ের এক আধিকারিক সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, 'কোভিড আঘাত হানার আগে পর্যন্ত বলের উপর লালার ব্যবহার খেলারই অংশ ছিল। এখন যেহেতু আমাদের সেই হুমকি নেই, আমরা মনে করি আইপিএলে লালার উপর নিষেধাজ্ঞা তুলে নিলে কোনও ক্ষতি নেই।' লাল বলের ক্রিকেটে এর প্রভাবের কথাও স্বীকার করলেও সাদা বলের বোলারদের সুবিধা হবে বলে যুক্তি দেখান এই কর্মকর্তা। Champions Trophy Prize Money: চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী রোহিতদের জন্য ৫৮ কোটি টাকা পুরষ্কার ঘোষণা বিসিসিআইয়ের
আইপিএলে তুলে দেওয়া হবে বলে লালারস লাগানোর ওপর ব্যান!
Ahead of #IPL2025 season, BCCI mulls lifting #SalivaBan
- Sources tell Times Network: 'BCCI not against saliva ban'
- IPL captains' meet in Mumbai today, saliva ban to be discussed at meet@karishmasingh22 | @anchoranjalip pic.twitter.com/53SpGE9tW2
— Mirror Now (@MirrorNow) March 20, 2025
কি হবে লালারস লাগানোর ওপর ব্যান তুলে নিলে?
এভাবে আইপিএল নিষেধাজ্ঞা তুলে নিলে আইসিসিকে হয়তো এই বিষয়ে তাদের অবস্থান নিয়ে আবার ভাবতে হতে পারে। মহম্মদ শামি, ভার্নন ফিল্যান্ডার এবং টিম সাউদির মতো বেশ কয়েকজন হাই-প্রোফাইল ক্রিকেটার অতীতে রিভার্স সুইংয়ে সহায়তা করতে, একইসঙ্গে ব্যাট এবং বলের মধ্যে ভারসাম্য বজায় রাখতে লালা ব্যবহারের পক্ষে জোর দিয়েছিলেন। বিসিসিআইও মনে করছে, আইপিএলে এই বিষয়ে অনুমতি দিলে বিশ্ব ক্রিকেটের নিয়মে প্রভাব পড়তে পারে। আজ মুম্বইয়ে আইপিএল ২০২৫-এর ১০ জন অধিনায়কের বৈঠকে বোলারদের লালার ব্যবহারই হবে অন্যতম চর্চার বিষয়। এই বৈঠকে অধিনায়কদের আইপিএলের নতুন নিয়মকানুন সম্পর্কেও জানানো হবে। দুটি বাউন্সার, রিটায়ার্ড আউট, সুপার ওভার, ইনিংস টাইমার, ৬০ সেকেন্ডের ঘড়ি, ইমপ্যাক্ট প্লেয়ার, কোমর পর্যন্ত ফুল টস নিয়েও এখানে আলোচনা হবে বলে জানা গেছে।