সিডনি, ৬ জানুয়ারি: সিডনি টেস্টে (Sydney Test) নিউজিল্যান্ডকে ২৭৯ রানে হারাল অস্ট্রেলিয়া। দেশের মাঠে তিন ম্যাচের সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইট-ওয়াশ (Whitewash) করল অজিরা। খেলার সবকটি বিভাগেই কিউয়ি ক্রিকেটারদের টেক্কা দিয়েছেন তারা। অস্ট্রেলিয়ার বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ ক্রিকেট দুনিয়া। সিরিজে তৃতীয় তথা শেষ টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে আগে ব্যাট করার সুযোগ পায় অস্ট্রেলিয়া। প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক টিম পেইন। মার্নাস লাবুশানের ২১৫ রানের সৌজন্যে প্রথম ইনিংসে ৪৫৪ রানে তোলে অজি বাহিনী। ওদিকে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসেই ২৫১ রানে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড। কিউয়ি শিবিরের হয়ে সর্বাধিক ৫২ রান করেন গ্লেন ফিলিপস।
ওপেনার ডেভিড ওয়ার্নারের (David Warner) দুর্দান্ত ১১১ রানের সৌজন্যে দ্বিতীয় ইনিংসে ২১৭ রান করে ডিক্লিয়ার দেয় অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসেও অর্ধ শতরান করেন মার্নাস লাবুশানে (৫৯)। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার (Australia) দেওয়া ৪১৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৩৬ রানে শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। দ্বিতীয় ইনিংসে কিউয়ি শিবিরের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন অল-রাউন্ডার কলিন ডে গ্রান্ডহোম। সিডনি টেস্টের প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ উইকেট নেন স্পিনার নাথান লায়ন। ম্যাচের দ্বিতীয় ইনিংসেও ৫ উইকেট নেন তিনি। মোট ১০ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে সিডনি টেস্ট জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। সিডনি টেস্টের প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ উইকেট নেন অজি ফাস্ট বোলার প্যাট কমিন্স। দ্বিতীয় ইনিংসেও ১ উইকেট নেন। আরও পড়ুন: I-League 2019–20: রিয়েল কাশ্মীরকে ২-০ গোলে হারিয়ে আই লিগের শীর্ষে মোহনবাগান
অন্যদিকে অস্ট্রেলিয়ার বাঁ-হাতি ফাস্ট বোলার মিচেল স্টার্ক ম্যাচের প্রথম ইনিংসে ১ উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে তিনি ৩ উইকেট নেন। দেশের মাটিতে নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে তিন টেস্ট ম্যাচের সবকটি জিতে নতুন রেকর্ড কায়েম করল অস্ট্রেলিয়া। অন্যদিকে নিউজিল্যান্ডের ব্যাটিং বিপর্যয় নিয়ে চিন্তায় সে দেশের ক্রিকেট প্রেমীরা। ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে থাকা অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান মার্নাস লাবুশানের ব্যাট (Bat) থেকে এই দশকের প্রথম শতরান ও দ্বিশতরান আসে। তাঁকেই সিডনি টেস্টের সেরা খেলোয়াড় বাছা হয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ৫৪৯ করেছেন লাবুশানে। তাই তাঁকেই সিরিজ সেরা খেলোয়াড় নির্বাচন করা হয়েছে।