আজ বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি বেনোনির উইলোমুর পার্কে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে তিনবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও পাকিস্তান। পাকিস্তান এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে। তারা আফগানিস্তান, নেপাল এবং নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের সমস্ত ম্যাচ জিতেছে। সুপার সিক্স পর্বে সাদ বেগের নেতৃত্বাধীন দলটি আয়ারল্যান্ড ও বাংলাদেশকে হারিয়ে সেমিতে জায়গা করে নেয়। বিশেষ করে বাংলাদেশের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে 'বয়েজ ইন গ্রিন' তাদের এশিয়ান প্রতিপক্ষকে পাঁচ রানে পরাজিত করে। অন্যদিকে, শ্রীলঙ্কা, জিম্বাবয়ে ও নামিবিয়ার মতো দলকে হারিয়ে তিন ম্যাচে জয় নিয়ে গ্রুপের শীর্ষে উঠে এসেছে অজিরা। সুপার সিক্স পর্বে অস্ট্রেলিয়া ডিএলএস পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে ১১০ রানে পরাজিত করে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোন ফলাফল না পাওয়ায় সেমিতে সহজেই জায়গা পাকা করে। উল্লেখ্য, ভারত আগেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে। CWC Under-19 2024: সচিনের ব্যাটে ছোটদের ভারতের জয়ের উদয়, রুদ্ধশ্বাস ম্যাচে জিতে ফাইনালে ছোটদের ভারত
Our U19 men are reaching the business end of their @cricketworldcup campaign in South Africa.
Tonight, they play another undefeated side in Pakistan for a place in the Final 🏆 pic.twitter.com/Y9beFXnv6y
— Cricket Australia (@CricketAus) February 8, 2024
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলঃ শামিল হুসেন, শাহজাইব খান, আজান আওয়াইস, সাদ বেগ (অধিনায়ক) আহমেদ হাসান, হারুন আরশাদ, আরাফাত মিনহাস, আলী আসফান্দ, উবায়দ শাহ, মহম্মদ জিশান, আলী রাজা, আমির হাসান, খুবাইব খলিল, নাভিদ আহমেদ খান, মহম্মদ রিয়াজুল্লাহ।
অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলঃ হ্যারি ডিক্সন, হারজাস সিং, স্যাম কনস্টাস, হিউ ওয়েইবগেন (অধিনায়ক) অলিভার পিক, লাচলান এইটকেন (উইকেটরক্ষক) রাফ ম্যাকমিলান, চার্লি অ্যান্ডারসন, হারকিরাত বাজওয়া, মাহলি বিয়ার্ডম্যান, ক্যালাম ভিদলার, রায়ান হিক্স, টম ক্যাম্পবেল, টম স্ট্রাকার, আইডান ও কনর, কোরি ওয়াসলি।
কখন থেকে শুরু হবে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালের ম্যাচ?
৮ ফেব্রুয়ারি আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপর ১ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালের ম্যাচ
সরাসরি টিভিতে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালের ম্যাচ ভারতে দেখবেন স্টার স্পোর্টসে নেটওয়ার্কে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালের ম্যাচ
সরাসরি অনলাইনে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালের ম্যাচ দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar) অ্যাপে