পার্থ টেস্টে প্রথম দিনেই নিজেদের অবস্থান মজবুত করেছে অস্ট্রেলিয়া। টসে জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া প্রথম সেশন থেকেই দ্রুত রান করতে থাকে। পাকিস্তানের বিপক্ষে সবচেয়ে ভালো ফর্মে ছিলেন ডেভিড ওয়ার্নার। একদিকে তিনি যখন পুরো মাঠ জুড়ে শট মারছেন তখন অন্যদিকে খেলা ধরে রাখেন উসমান খোয়াজা। ৩০ ওভারের আগেই অজি ওপেনাররা শতকের জুটি গড়েন কিন্তু লাঞ্চের ঠিক আগেই ৯৮ বলে ৪১ রান করে শাহিন শাহ আফ্রিদির বলে আউট হন খোয়াজা। এরপর ঘরের মাঠে লাবুশেনের কাছে ভালো ব্যাটিংয়ের আশা করা হলেও তিনি মাত্র ১৬ রানে ফাহিম আশরাফের বলে এলবিডাব্লিউ হয়ে ফিরে যান। দ্বিতীয় সেশনে ওয়ার্নার যখন শতক করেন তখন তাঁর সঙ্গী স্মিথ। দলের স্কোর ২০০ পার হওয়ার পর তিনি ৩১ রানে খুররম শাহজাদের বলে আউট হন। David Warner Century: সমালোচকদের মুখ বন্ধ করে পার্থ টেস্টে শতক ডেভিড ওয়ার্নারের
শেষ সেশনে যখন স্কোর ৩০০ রানে ৩ উইকেট তখন ট্রাভিস হেড ৪০ রান করে আমির জামালের বলে আউট হন। এরপর পাকিস্তানের এই পেসার নিজের আগ্রাসী মনোভাব বজায় রাখেন এবং সারাদিন ব্যাট করা ওয়ার্নারকে আউট করেন। প্যাভিলিয়নে ফেরার আগে ওয়ার্নার ২১১ বলে ১৬টি চার এবং ৪টি ছক্কা মেরে ১৬৭ রান করেন। শেষের দিকে পাক পেসাররা অজি ব্যাটসম্যানদের কিছুটা বিপাকে ফেললেও ক্রিজে থাকা মিচেল মার্শ এবং অ্যালেক্স ক্যারি নিজেদের স্নায়ুর ওপর নিয়ন্ত্রন রাখেন এবং বিনা উইকেট খুইয়ে দিনের খেলা শেষ করেন। আগামীকাল ১৫ রানে মার্শ এবং ১৪ রানে ক্যারি ব্যাট করতে নামবেন। আজ দিনের শেষে ৮৪ ওভারে ৫ উইকেটে ৩৪৬ রান করে অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের দলের সেরা বোলিং করেন ২ উইকেট নেওয়া আমির জামাল।
দেখুন স্কোরকার্ড
Day 1 stumps 🏏
Australia are 346-5, with all 🇵🇰 pacers among the wickets ☄️#AUSvPAK pic.twitter.com/cxaYn15ceO
— Pakistan Cricket (@TheRealPCB) December 14, 2023