AUS vs IND 1st Test Day 3 Scorecard: পার্থে প্রথম টেস্টে (AUS বনাম IND) দুর্দান্ত সেঞ্চুরি করে ফের ফর্মে ফেরেন বিরাট কোহলি। ১৪৩ বলে ৮টি চার ও ২টি ছক্কায় নিজের ৩০তম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন কোহলি। তৃতীয় দিনের শেষ সেশনে ৪৮৭-৬ স্কোরে ৫৩৩ রানের বিশাল লিড নিয়ে ইনিংস ডিক্লেয়ার করেন জসপ্রীত বুমরাহ। দিনের শেষ সেশনে নাথান লায়ন শুধুমাত্র ওয়াশিংটন সুন্দরকে আউট করতে সক্ষম হন। ভারতের জন্য ব্যাটিংয়ে যেমন পিচ খুব সহজ মনে হচ্ছিল তেমনিই যখন অস্ট্রেলিয়া ব্যাটিং করতে আসে তখন পিচ যেন হয়ে ওঠে ভয়ংকর। বিশেষত বুমরাহর হাতে পার্থের বাউন্সি পিচে যখন বল তখন ব্যাট করা যে সম্ভব নয় সেটি ফের প্রমাণ করলেন এই পেসার। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারেই নয়া ওপেনার নাথান ম্যাকসুইনিকে আউট করেন। এরপর সিরাজ নাইট ওয়াচম্যান আসা প্যাট কামিন্সকে আউট করেন। Rohit Sharma Arrives in Perth: দেখুন, অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে পার্থে পৌঁছলেন রোহিত শর্মা
Stumps on Day 3 in Perth!
An exemplary day for #TeamIndia 🙌
Australia 12/3 in the 2nd innings, need 522 runs to win.
Scorecard - https://t.co/gTqS3UPruo#AUSvIND pic.twitter.com/03IDhuArTQ
— BCCI (@BCCI) November 24, 2024
এরপর দিনের শেষ ওভারে মার্নাস লাবুশেনকে আউট করেন জসপ্রীত বুমরাহ। ফলে দ্বিতীয় ইনিংসেও খুব খারাপ শুরু করে অজিরা হয়ে যায় ১২ রানে ৩ উইকেট। এখনও তারা পিছিয়ে ৫২২ রানে। হাতে বল নিয়ে সকালে বুমরাহ যখন বল করবেন তখন অস্ট্রেলিয়া টিকে থাকে সেটাই দেখার। ভারতের জয় এখান থেকে নিশ্চিত এবং এরফলে ভারত সিরিজের প্রথম ম্যাচ জয়ের সঙ্গে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকায়ও শীর্ষে উঠে যাবে। এর আগে বুমরাহর ১১তম ৫ উইকেটের সুবাদে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ১০৪ রানে অলআউট হয়ে যায়। ভারতও প্রথম ইনিংসে খারাপ শুরু করে ১৫০ রানে অলআউট হয়ে যায়। তবে সেটিই ছিল ভারতের পার্থ টেস্টের একমাত্র খারাপ মুহূর্ত।