WPL Auction 2025: উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামে সবার মুখে একটিই নাম, জি কামালিনী (G Kamalini)। তামিলনাড়ুর এই টিনএজার সেনসেশনকে ১.৬ কোটি টাকায় কিনে নিয়েছে (Mumbai Indians Women)। তাদের পার্সে ছিল মাত্র ২.৬৫ কোটি টাকা। সেখানে চারটি স্লট পূরণ করতে হয়। সেখানে এমআই কামালিনীর দিকে বড় অঙ্কের টাকা ছুঁড়ে দিতে দ্বিধা করেনি মুম্বই। মাত্র ১৬ বছর বয়সেও কামালিনী ভারতীয় ক্রিকেটে নিজের যোগ্যতা প্রমাণ করে চলেছেন। তামিলনাড়ুর এই তরুণ ক্রিকেটার একজন শক্তিশালী ব্যাটসম্যান, যিনি উইকেট কিপিং এবং স্পিন বোলিংও করতে পারেন। তার অলরাউন্ড দক্ষতা তাকে দেশের অন্যতম ব্যতিক্রমী তরুণ প্রতিভায় পরিণত করেছে। অক্টোবরে অনূর্ধ্ব-১৯ ঘরোয়া টুর্নামেন্টে আট ম্যাচে ৩১১ রান করে তামিলনাড়ুকে শিরোপা এনে দেন তিনি। WPL Retention 2025: স্মৃতি মান্ধানা থেকে এলিস পেরি, মহিলা প্রিমিয়ার লিগে কাদের রাখল দল? একনজরে সম্পূর্ণ রিটেনশন
G Kamalini का अगला स्टेशन 🚂: ᴍᴜᴍʙᴀɪ#AaliRe #TATAWPL #TATAWPLAuction #MumbaiIndians pic.twitter.com/AOo2D4G9xj
— Mumbai Indians (@mipaltan) December 15, 2024
তিনি দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে ভারত বি এর হয়ে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ম্যাচ জেতানো ৭৯ রান করেছিলেন। তার এই প্রতিভা নজর এড়ায়নি বিসিসিআইয়ের। কামালিনী আসন্ন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য ভারতীয় দলে জায়গা পেয়েছেন এবং আগামী বছর মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও জায়গা পেয়েছেন। কামালিনী চেন্নাইয়ের সুপার কিংস অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নিয়ে এমন দক্ষতা তৈরি করেছেন যা মাথা ঘুরিয়ে দেয়। মুম্বই ইন্ডিয়ান্স নিশ্চয়ই তাই মনে করে হরমনপ্রীত কৌরের অধিনায়কত্বে, হেইলি ম্যাথিউস, অ্যামেলিয়া কের এবং ন্যাট স্কিভার-ব্রান্টের মতো কিংবদন্তিদের সাথে, এমআই কামালিনীর শেখার এবং বেড়ে ওঠার উপযুক্ত জায়গা। তাঁকে ছাড়া ৩০ লক্ষ টাকার বিনিময়ে দক্ষিণ আফ্রিকার তারকা নাদিন ডি ক্লার্ককেও দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স মহিলা দল।