এশিয়ান গেমসের জন্য দল ঘোষণার পর ক্রিকেটের এশিয়ান গেমসের বহু প্রতীক্ষিত সূচি প্রকাশ করা হয়। মহাদেশীয় এই গেমসে অংশ নিতে পুরুষ ও মহিলা দল পাঠাবে বিসিসিআই। ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চলবে এই ক্রিকেট টুর্নামেন্ট। ২০২৩ এশিয়ান গেমসের জন্য পুরুষ দলের নেতৃত্ব দেবেন ঋতুরাজ গায়কোয়াড়। এদিকে, হরমনপ্রীত কৌরের নেতৃত্বে মহিলা দল তৈরি হবে। মহিলাদের ম্যাচগুলি প্রথমে শুরু হবে ১৯ সেপ্টেম্বর এবং শেষ হবে ২৭ সেপ্টেম্বর। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত পুরুষদের ম্যাচগুলো শুরু হবে। আগামী ২২ সেপ্টেম্বর কোয়ার্টারফাইনাল থেকে আইসিসি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে অভিযান শুরু করবে ভারতীয় মহিলা ক্রিকেট দল। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে কোয়ার্টারফাইনাল দিয়ে শুরু ঋতুরাজ গায়কোয়াড়ের দলের সূচি। Rinku Singh Smashes Sixes: সুপার ওভারে টানা তিনটি ছক্কা মেরে জয় এনে দিলেন রিঙ্কু সিং (দেখুন ভিডিও)
ক্রিকেটের এশিয়ান গেমসের ভারতের মহিলা দলের পূর্ণাঙ্গ সূচি
মহিলা বিভাগে ১৪টি দল মোট ১৪টি ম্যাচ খেলবে।
২১/৯/২০২৩ শুক্রবার
প্রথম কোয়ার্টারফাইনাল - ভারত মহিলা বনাম বিজেতা ৪
দ্বিতীয় কোয়ার্টারফাইনাল - পাকিস্তান মহিলা বনাম বিজেতা ৩
২৪/৯/২০২৩ রবিবার
তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারফাইনাল
২৫/৯/২০২৩ সোমবার
প্রথম সেমিফাইনাল- প্রথম কোয়ার্টারফাইনাল বিজেতা বনাম দ্বিতীয় কোয়ার্টারফাইনাল বিজেতা
দ্বিতীয় সেমিফাইনাল- তৃতীয় কোয়ার্টারফাইনাল বিজেতা বনাম চতুর্থ কোয়ার্টারফাইনাল বিজেতা
২৬/৯/২০২৩ মঙ্গলবার
তৃতীয় স্থানের লড়াই- দুই সেমিফাইনালের পরাজিত দল
ফাইনাল- দুই সেমিফাইনালের জয়ী দল
ক্রিকেটের এশিয়ান গেমসের ভারতের পুরুষ দলের পূর্ণাঙ্গ সূচি
পুরুষদের জন্য ১৮টি দল ১৮টি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে
৪/১০/২০২৩ বুধবার
প্রথম কোয়ার্টারফাইনাল - পাকিস্তান বনাম বিজেতা ৮
দ্বিতীয় কোয়ার্টারফাইনাল - শ্রীলঙ্কা বনাম বিজেতা ৯
৫/১০/২০২৩ বৃহস্পতিবার
তৃতীয় কোয়ার্টারফাইনাল - বাংলাদেশ বনাম বিজেতা ১০
চতুর্থ কোয়ার্টারফাইনাল - ভারত বনাম বিজেতা ৭
৬/১০/২০২৩ শুক্রবার
প্রথম সেমিফাইনাল- প্রথম কোয়ার্টারফাইনাল বিজেতা বনাম চতুর্থ কোয়ার্টারফাইনাল বিজেতা
দ্বিতীয় সেমিফাইনাল- তৃতীয় কোয়ার্টারফাইনাল বিজেতা বনাম দ্বিতীয় কোয়ার্টারফাইনাল বিজেতা
৭/১০/২০২৩ শনিবার
তৃতীয় স্থানের লড়াই- দুই সেমিফাইনালের পরাজিত দল (ব্রোঞ্জ)
ফাইনাল- দুই সেমিফাইনালের জয়ী দল (সোনা)
সম্প্রচার- সোনি স্পোর্টস নেটওয়ার্কে সব ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে।
Captain Ruturaj is coming soon.
- Asian Games live on the Sony network. pic.twitter.com/NDVkKQxK29
— Johns. (@CricCrazyJohns) August 31, 2023