Salman Ali Agha (Photo Credit: ESPNCricinfo/ X)

Afghanistan National Cricket Team vs Pakistan National Cricket Team: আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল বনাম পাকিস্তান জাতীয় ক্রিকেট দল, আরব ত্রিদেশীয় সিরিজ ২০২৫ (UAE Tri-Nation Series 2025)-এর প্রথম টি২০ ম্যাচে একে অপরের মুখোমুখি হয়। গতকাল ২৯ আগস্ট শারজার শারজা ক্রিকেট স্টেডিয়ামে (Sharjah Cricket Stadium, Sharjah) মুখোমুখি হয় AFG বনাম PAK। যেখানে এশিয়া কাপের প্রস্তুতির জন্য আয়োজিত এই ত্রিদেশীয় সিরিজের ওপেনারে আফগানিস্তানকে ৩৯ রানে হারিয়েছে। অধিনায়ক সলমন আলি আগা (Salman Agha) অপরাজিত অর্ধশতক করে সামনে থেকে নেতৃত্ব দেন। এরপর পেসার হারিস রাউফ (Haris Rauf) আফগানিস্তানের মিডল অর্ডার ভেঙে দিয়ে সব দিক থেকে দলের জয় নিশ্চিত করেন। টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে পাকিস্তান ২০ ওভারে ১৮২/৭ স্কোর করে। যেখানে অধিনায়ক সলমন ৩৬ বলে থেকে ৩টি করে চার এবং ছক্কার সাহায্যে ৫৩ রানে অপরাজিত থাকেন। Dilshan Madushanka Hattrick: শেষ ওভারে নাটকীয় হ্যাটট্রিকে শ্রীলঙ্কাকে জেতালেন দিলশান মাদুশঙ্কা

আফগানিস্তান বনাম পাকিস্তান প্রথম টি২০, আরব ত্রিদেশীয় সিরিজ ২০২৫ স্কোরকার্ড

তিনি মহম্মদ নওয়াজের (Mohammad Nawaz) সাথে পঞ্চম উইকেটে ৫৩ রানের একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন। নওয়াজ ১১ বলে ২১ রান করেন। এর আগে, ওপেনার সাহিবজাদা ফারহান (Sahibzada Farhan) ১০ বলে দ্রুত ২১ রান করেন। আফগানিস্তানের হয়ে ফারিদ আহমেদ (Fareed Ahmad) ২ উইকেট নেন। এরপর আফগানিস্তান রান তাড়া করতে নেমে ভালো শুরু করে। রহমানউল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaz) ২৭ বলে ৩৮ রান করেন। ২৩ রান করে তার সঙ্গ দেন সেদিকুল্লাহ অটল (Sediqullah Atal)। তারা দুজনে দ্বিতীয় উইকেটে ৫১ রান যোগ করেন। তবে খেলা নাটকীয়ভাবে পাল্টে যায় যখন রাউফ ১২তম ওভারে অটলকে আউট করেন। সেই ওভারেই করিম জানাত (Karim Janat) ০ রানে আউট হন হারিসের বলে। তিনি শেষ পর্যন্ত ৩১ রানে ৪ উইকেট নিয়ে ইনিংস শেষ করেন। এছাড়া শাহীন আফ্রিদি (Shaheen Afridi) ২১ রানে ২ উইকেট নেন। বাকি ২টি করে উইকেট নেন স্পিনার নওয়াজ ও সুফিয়ান মুকীম (Sufiyan Muqeem)। ফলে আফগানিস্তান ১৯.৫ ওভারে ১৪৩ রান অলআউট হয়ে যায়।