Sri Lanka Cricket Team. (Photo Credits:X)

Dilshan Madushanka Hattrick: জিম্বাবোয়েতে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেল শ্রীলঙ্কা। শুক্রবার হারারেতে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচের শেষ ওভারে হ্যাটট্রিক তুলে নিয়ে শ্রীলঙ্কাকে ৭ রানে জেতালেন বাঁ হাতি পেসার দিলশান মাদুশঙ্কা। শেষ ওভারে জিততে হলে জিম্বাবোয়েকে করতে হত ১০ রান, হাতে ছিল ৫ উইকেট। সেখানে প্রথম তিন বলে তিনটি উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে জেতান মাদুশঙ্কা। তাঁর হ্য়াটট্রিকের শিকার হন সিকান্দার রাজা, ব্র্য়াড ইভান্স ও রিচার্ড নারাভা। নাটকীয় হ্য়াটট্রিকের শেষ ওভারের পর শেষ পর্যন্ত শ্রীলঙ্কা জেতে ৭ রানে।

অসাধারণ ব্যাটিং করলেন সিকান্দার রাজা, বেন কুরান ও সিন উইলিয়ামস

প্রথমে ব্য়াট করে নির্ধারিত ৫০ ওভারে শ্রীলঙ্কা করেছিল ৬ উইকেটে ২৯৮ রান। প্রথম ওভারে কোনও রান না করেই জিম্বাবোয়ে দুই উইকেট হারিয়ে ফেলেছিল। সেখান থেকে ওপেনার বেন কুরান (৭০), অধিনায়ক সিন উইলিয়ামস (৫৭) ও সিকান্দার রাজা (৮৭ বলে ৯২) দুরন্ত ইনিংস খেলে জিম্বাবোয়েকে জয়ের কাছাকাছি পৌঁছে দিয়েছিলেন। শেষ ওভারে জিততে হলে জিম্বাবোয়েকে করত হত ১০ রান, হাতে ছিল ৫ উইকেট। ৯২ রানে ব্যাট করছিলেন সিকান্দার রাজা, তার সঙ্গে ৪২ রানে অপরাজিত ছিলেন টনি মুনইয়োঙ্গা। জয় হাতের মুঠোয় ছিল জিম্বাবোয়ের। কিন্তু সেখান থেকেই স্মরণীয় এক শেষ ওভার উপাহর দেন লঙ্কান পেসার মাদুশঙ্কা।

মাদুশঙ্কার হ্যাটট্রিক

কীভাবে হল হ্য়াটট্রিক

শেষ ওভারের প্রথম বলেই মাদুশঙ্কার বলে বোল্ড হয়ে যান সিকান্দার রাজা। তারপরের বলেই ব্র্যাড ইভান্স (০)-কে ফেরান মাদুশঙ্কা। এরপর রিচার্ড নারাভাকে বোল্ড করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন লঙ্কান বাঁ হাতি পেসার। এরপর জিম্বাবোয়েকে জিততে হলে শেষ তিন বলে করতে হত ১০ রান। ক্রিজে নেমে জিম্বাবোয়েন টেলেন্ডার ব্যাটার মুজারাবানি এক রান নেন। তারপর জিম্বাবোয়ের আর জেতার মত পরিস্থিতি ছিল না। শেষ দুটি বলে ১ রান আসে। শ্রীলঙ্কা জেতে ৭ রানে। শেষ ওভারে মাদুশঙ্কা মাত্র ২ রান দিয়ে নেন হ্যাটট্রিক।

দেখুন ছবিতে

ম্যাচ সেরার পুরস্কার জেতেন মাদুশঙ্কা

৬২ রান দিয়ে ৪টি উইকেট তুলে নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন মাদুশঙ্কা। শ্রীলঙ্কান ওপেনার পাথুম নিসাঙ্কা (৭৬), জানিথ লিয়াঙ্গে (৭০ অপরাজিত) ও কামিন্দু মেন্ডিস (৫৭) ভাল ব্যাটিং করেন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কা ১-০ এগিয়ে গেল। সিরিজের দ্বিতীয় ম্যাচ রবিবার।