AFG vs BAN ODI Series (Photo Credit: BCB & ACB/ X)

AFG vs BAN ODI Series 2024: আগামী ৬ নভেম্বর শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছে বাংলাদেশ। সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ের পর এটাই হবে আফগানদের প্রথম ওয়ানডে সিরিজ। বাংলাদেশের জন্য এই সময়টা বেশ খারাপ যাচ্ছে। পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ের পর ভারতের বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছে তারা। ভারতের কাছে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হার। দক্ষিণ আফ্রিকার কাছে ২-০ টেস্ট সিরিজ ক্লিন সুইপের মুখোমুখি হয় তারা। সংযুক্ত আরব আমিরাতে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলে জায়গা করেছেন আনক্যাপড পেসার নাহিদ রানা ও উইকেটরক্ষক জাকের আলীকে। এক বছর পর দলে ফিরেছেন জাকির হাসান ও নাসুম আহমেদও। প্রস্তুতি না থাকায় বাদ পড়েছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান, ফিরছেন না উইকেট রক্ষক লিটন দাসও। অন্যদিকে, চোট সারিয়ে আফগান দলে ফিরছেন রাশিদ খান। SA vs IND T20I Series: জানুন ভারতের দক্ষিণ আফ্রিকা সফরের সূচি, হেড টু হেড এবং সরাসরি সম্প্রচার

আফগানিস্তান বনাম বাংলাদেশ ওয়ানডে সূচি

প্রথম ওয়ানডেঃ ৬ নভেম্বর ভারতীয় সময় দুপুর ২টোয়, ম্যাচ আয়োজিত হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে।

দ্বিতীয় ওয়ানডেঃ ৯ নভেম্বর ভারতীয় সময় দুপুর ২টোয়, ম্যাচ আয়োজিত হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে।

তৃতীয় ওয়ানডেঃ ১১ নভেম্বর ভারতীয় সময় দুপুর ২টোয়, ম্যাচ আয়োজিত হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে।

আফগানিস্তান বনাম বাংলাদেশ সরাসরি সম্প্রচার শারজাহতে আয়োজিত আফগানিস্তান বনাম বাংলাদেশ ওয়ানড সিরিজ ভারতে টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে না। তবে অনলাইনে খেলা দেখা যাবে ফ্যানকোড (FanCode) অ্যাপে।

র দল

আফগানিস্তান স্কোয়াডঃ হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), ফরিদ আহমেদ, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), নুর আহমেদ, সেদিকুল্লাহ অটল, ফজলহক ফারুকি, আল্লাহ মহম্মদ গাজানফার, রহমানউল্লাহ গুরবাজ, রিয়াজ হাসান, রশিদ খান, নাঙ্গিয়ালাই খারোতি, আব্দুল মালিক, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, আজমতউল্লাহ ওমরজাই, দারউইশ রাসুলি, বিলাল সামি, নাভিদ জাদরান।

বাংলাদেশ স্কোয়াডঃ নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তৌহিদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শোরিফুল ইসলাম, নাহিদ রানা।