Afghanistan National Cricket Team vs Bangladesh National Cricket Team, Live Streaming: আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল বনাম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, ওয়ানডে সিরিজ ২০২৫ (ODI Series 2025)-এর প্রথম ওয়ানডে ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ৮ অক্টোবর মুখোমুখি হবে AFG বনাম BAN। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে (Sheikh Zayed Stadium, Abu Dhabi) আয়োজিত হয়েছে এই ম্যাচ। টি২০ সিরিজে ক্লিন সুইপ হওয়ার পর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে বাংলাদেশ মাঠে নামবে। সিরিজের প্রথম ম্যাচেই জয় অর্জন করার মতো ভালো ফর্ম বাংলাদেশের রয়েছে। তবে বাংলাদেশের দলে চোটের কারণে লিটন দাস (Litton Das) এই ম্যাচেও বাইরে থাকবেন। তিনি এশিয়া কাপ থেকে বাইরে রয়েছেন। আরও একজন খেলোয়াড় পারভেজ হুসেইনও (Parvez Hussain) এই ম্যাচে বাংলাদেশের দলে থাকবেন না। AFG vs BAN 1st ODI Winning Prediction: আফগানিস্তান বনাম বাংলাদেশ, প্রথম ওয়ানডে ম্যাচে জয়ী হবে কোন দল? কি বলছে Winning Prediction
আফগানিস্তান বনাম বাংলাদেশ, প্রথম ওয়ানডে ম্যাচ
All set for ODI action! 💪🏏 Bangladesh 🇧🇩take on Afghanistan 🇦🇫 in the 1st ODI of the Etisalat Cup White-ball Series 2025!
08 October 2025 | 6:00 PM | Sheikh Zayed Stadium, Abu Dhabi, UAE#Bangladesh #TheTigers #BCB #Cricket #BANVSAFG #Cricket #TigersForever #BANVSAFG2025… pic.twitter.com/fh1ioJ0I8S
— Bangladesh Cricket (@BCBtigers) October 8, 2025
আফগানিস্তান স্কোয়াডঃ রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অটল, রহমত শাহ, হাসমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), দারভিশ রসুল, আজমতুল্লাহ ওমরজাই, মহম্মদ নবী, রাশিদ খান, নাঙ্গেয়ালিয়া খারোতে, বশির আহমেদ, এ এম গাজনফার, ইকরাম আলিখিল, মোহাম্মদ সালিম সাফি, আবদুল্লাহ আহমদজাই।
বাংলাদেশ স্কোয়াডঃ তানজিদ হাসান তমিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), শামিম হোসেন, জাকির আলী (উইকেটরক্ষক), তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম, মুস্তাফিজ রহমান, নুরুল হাসান, হাসান মাহমুদ, মোহাম্মদ নাঈম, রিশাদ হোসেন, নাহিদ রানা।
আফগানিস্তান বনাম বাংলাদেশ সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে আফগানিস্তান বনাম বাংলাদেশ, প্রথম ওয়ানডে ম্যাচ?
৮ অক্টোবর আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে (Sheikh Zayed Stadium, Abu Dhabi) আয়োজিত হবে আফগানিস্তান বনাম বাংলাদেশ, প্রথম ওয়ানডে ম্যাচ।
কখন থেকে শুরু হবে হবে আফগানিস্তান বনাম বাংলাদেশ, প্রথম ওয়ানডে ম্যাচ?
আফগানিস্তান বনাম বাংলাদেশ, প্রথম ওয়ানডে ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৫ঃ৩০টায় এবং বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
ভারতে এবং বাংলাদেশে টিভিতে কোথায় দেখবেন আফগানিস্তান বনাম বাংলাদেশ, প্রথম ওয়ানডে ম্যাচ?
আফগানিস্তান বনাম বাংলাদেশ, প্রথম ওয়ানডে ম্যাচ ভারতে সম্প্রচার করা হবে না, তবে বাংলাদেশে সরাসরি সম্প্রচার করা হবে টি স্পোর্টসে (T Sports) এবং নাগরিক টিভিতে (Nagorik TV)।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন আফগানিস্তান বনাম বাংলাদেশ, প্রথম ওয়ানডে ম্যাচ
আফগানিস্তান বনাম বাংলাদেশ, প্রথম ওয়ানডে ম্যাচ অনলাইনে ভারতে দেখা যাবে Fancode অ্যাপে এবং বাংলাদেশে দেখা যাবে Tapmad অ্যাপে।