Adil Rashid (Photo: ANI)

ইংল্যান্ডের তারকা স্পিনার আদিল রশিদ (Adil Rashid)-এর বড় নজির। দেশের প্রথম স্পিন বোলার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ২০০টি উইকেটের মালিক হলেন রশিদ। শনিবার লিডসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েল-কে আউট করে ৫০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে ২০০ উইকেট শিকারের ক্লাবে ঢুকে পড়লেন ৩৬ বছরের ইয়র্কশায়ারের এই লেগ স্পিনার। তাঁর কেরিয়ারের ১৩৭তম ওয়ানডে ম্যাচে এই নিজর গড়লনে রশিদ। সীমিত ওভারের ফর্ম্যাটে ইংল্যান্ডের সেরা বোলার গত বছর ধরেই সাদা বলের ক্রিকেটে অবিশ্বাস্য বোলিং করছেন।

ওয়ানডে ক্রিকেটে জেমস অ্যান্ডারসন (২৬৯টি উইকেট), ডারেন গফ (২৩৪)-এর পর তৃতীয় বোলার হিসেবে রশিদ ২০০ উইকেটের মালিক হলেন। অ্যান্ডারসন ও গফ- দুজনেই পেস বোলার ছিলেন।  অ্যান্ডারসনকে টপকে ওয়ানডে-তে দেশের ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারের মালিক হতে হলে রশিদের চাই আর ৭০টি উইকেট।

ইংল্যান্ডের তৃতীয় বোলার ও প্রথম স্পিনার হিসেবে ২০০ উইকেটের মালিক হলেন রশিদ

২০০৯ সালে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হলেও পাঁচটা ম্যাচ খেলার পর বাদ পড়েন রশিদ। এরপর ৬ বছর পর প্রত্যাবর্তন করেন তিনি। একেবারে স্বপ্নের প্রত্যাবর্তন করেন তিনি। ওয়ানডে ক্রিকেটে আদিল এতটাই ভাল পারফরম্যান্স মেলে ধরেন, তাঁকে ছাড়া আর কারও কথা ভাবেইনি ইংল্যান্ড। তবে