Adamas Howrah Warriors vs Murshidabad Kings, Bengal Pro T20 League 2025: অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স বনাম মুর্শিদাবাদ কিংস, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ (Bengal Pro T20 League 2025)-এর ১৩ নম্বর ম্যাচে একে অপরের মুখোমুখি হবে। আজ ২৬ জুন, কলকাতার ইডেন গার্ডেন্সে সন্ধ্যার ম্যাচ হিসেবে এই ম্যাচ আয়োজিত হবে। বৃষ্টির কারণে এই ম্যাচ আগে বাতিল হয়ে যায়। অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স শেষ ম্যাচে হারবার ডায়মন্ডসের (Harbour Diamonds) কাছে ৩ উইকেটে হেরেছে। এই মুহূর্তে ৬টি ম্যাচে ৪টি জয় এবং ২টি পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে, মুর্শিদাবাদ কিংস শেষ ম্যাচে লাক্স শ্যাম কলকাতা টাইগার্সের (Lux Shyam Kolkata Tigers) কাছে ১১ রানে হেরেছে তারা। এই মুহূর্তে ৬টি ম্যাচে ৩টি জয় এবং ৩টি হার নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে। Bengal Pro T20 League 2025 Live Streaming: লাক্স শ্যাম কলকাতা টাইগার্স বনাম সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ লাইভ স্ট্রিমিং
বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫
The wait is over! Come witness the glory up close as the Campus Bengal Pro T20 League Trophy arrives at South City Mall today, 4 PM! See you there!#BengalProT20 #TrophyTour pic.twitter.com/JKvWbg7poM
— Bengal Pro T20 League (@bengalprot20) June 26, 2025
বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স বনাম মুর্শিদাবাদ কিংস, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ ম্যাচ?
২৬ জুন কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens, Kolkata) আয়োজিত হবে অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স বনাম মুর্শিদাবাদ কিংস, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ ম্যাচ।
কখন থেকে শুরু হবে হবে অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স বনাম মুর্শিদাবাদ কিংস, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ ম্যাচ?
অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স বনাম মুর্শিদাবাদ কিংস, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়।
ভারতে টিভিতে কোথায় দেখবেন অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স বনাম মুর্শিদাবাদ কিংস, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ ম্যাচ?
অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স বনাম মুর্শিদাবাদ কিংস, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ ম্যাচ ভারতে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস ৩ (Star Sports 3) চ্যানেলে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স বনাম মুর্শিদাবাদ কিংস, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ ম্যাচ
অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স বনাম মুর্শিদাবাদ কিংস, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ ম্যাচ অনলাইনে ভারতে সরাসরি সম্প্রচার করা হবে FanCode অ্যাপে।