Lux Shyam Kolkata Tigers vs Servotech Siliguri Strikers, Bengal Pro T20 league 2025: লাক্স শ্যাম কলকাতা টাইগার্স বনাম সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ (Bengal Pro T20 League 2025)-এর ১০ নম্বর ম্যাচে একে অপরের মুখোমুখি হবে। আজ ২৬ জুন, কলকাতার ইডেন গার্ডেন্সে দুপুরের ম্যাচ হিসেবে এই ম্যাচ আয়োজিত হবে। বৃষ্টির কারণে এই ম্যাচ আগে বাতিল হয়ে যায়। লাক্স শ্যাম কলকাতা টাইগার্স ৬ ম্যাচে ৪টি জয় এবং ২টি হার নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছে। শেষ ম্যাচে মুর্শিদাবাদ কিংসকে (Murshidabad Kings) ১১ রানে হারিয়েছে তারা। অন্যদিকে, সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স ৬ ম্যাচে ২টি জয় এবং ৪টি হার নিয়ে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে রয়েছে। শেষ ম্যাচে সোবিসকো স্ম্যাশার্স মালদার কাছে ৫ রানে হেরে যায় তারা। SL vs BAN 2nd Test Day 2 Live Streaming: শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্ট, দ্বিতীয় দিনের ম্যাচ; সরাসরি দেখুন ভারত এবং বাংলাদেশে
বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫
Sourav Ganguly and Mohammed Kaif reunited at Bengal Pro T20.
They posed in front of the famous jersey dada waved at Lords. pic.twitter.com/m3LNYSsscS
— Mufaddal Vohra (@mufaddal_vohra) June 26, 2025
বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে লাক্স শ্যাম কলকাতা টাইগার্স বনাম সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ ম্যাচ?
২৬ জুন কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens, Kolkata) আয়োজিত হবে লাক্স শ্যাম কলকাতা টাইগার্স বনাম সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ ম্যাচ।
কখন থেকে শুরু হবে হবে লাক্স শ্যাম কলকাতা টাইগার্স বনাম সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ ম্যাচ?
লাক্স শ্যাম কলকাতা টাইগার্স বনাম সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ ম্যাচ শুরু হবে ।
ভারতে টিভিতে কোথায় দেখবেন লাক্স শ্যাম কলকাতা টাইগার্স বনাম সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ ম্যাচ?
লাক্স শ্যাম কলকাতা টাইগার্স বনাম সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ ম্যাচ ভারতে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস ৩ (Star Sports 3) চ্যানেলে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন লাক্স শ্যাম কলকাতা টাইগার্স বনাম সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ ম্যাচ
লাক্স শ্যাম কলকাতা টাইগার্স বনাম সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ ম্যাচ অনলাইনে ভারতে সরাসরি সম্প্রচার করা হবে FanCode অ্যাপে।