Bengal Pro T20 League Final (Photo Credit: @bengalprot20/ X)

Adamas Howrah Warriors vs Murshidabad Kings, Bengal Pro T20 League 2025 Final: অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স বনাম মুর্শিদাবাদ কিংস, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ (Bengal Pro T20 League 2025)-এর ফাইনাল ম্যাচে একে অপরের মুখোমুখি হবে। আজ ২৮ জুন, কলকাতার ইডেন গার্ডেন্সে সন্ধ্যার ম্যাচ হিসেবে এই ম্যাচ আয়োজিত হবে। অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স সেমিফাইনাল ম্যাচে লাক্স শ্যাম কলকাতা টাইগার্সকে ১১ রানে হারায়। প্রথমে ব্যাট করতে নেমে হাওড়া ৭ উইকেটে ১৫৬ রান করে। সেই রান তাড়া করতে নেমে কলকাতা ১৪৫ রানে আটকে যায় শ্রেয়ান চক্রবর্তীর (Shreyan Chakraborty) দুর্দান্ত বোলিংয়ে। অন্যদিকে, মুর্শিদাবাদ কিংস অন্য সেমিফাইনালে হারবার ডায়মন্ডসকে ১৪ রানে হারিয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে মুর্শিদাবাদ ৪ উইকেটে ১৭৯ রান করে। সেই রান তাড়া করতে নেমে ৯ উইকেটে ১৬৫ রানে আটকে যায় হারবার ডায়মন্ডস। ৪৮ বলে ৭৯ করে ম্যাচ সেরা হন সুদীপ ঘরামি (Sudip Gharami)। ZIM vs SA 1st Test Live Streaming: জিম্বাবয়ে বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট ম্যাচ, সরাসরি দেখবেন যেখানে

বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫

বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ সম্প্রচার সূচি

কবে, কোথায় আয়োজিত হবে অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স বনাম মুর্শিদাবাদ কিংস, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ ফাইনাল ম্যাচ?

২৮ জুন কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens, Kolkata) আয়োজিত হবে অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স বনাম মুর্শিদাবাদ কিংস, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ ফাইনাল ম্যাচ।

কখন থেকে শুরু হবে হবে অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স বনাম মুর্শিদাবাদ কিংস, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ ফাইনাল ম্যাচ?

অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স বনাম মুর্শিদাবাদ কিংস, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ ফাইনাল ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭ঃ০০টায়।

ভারতে টিভিতে কোথায় দেখবেন অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স বনাম মুর্শিদাবাদ কিংস, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ ফাইনাল ম্যাচ?

অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স বনাম মুর্শিদাবাদ কিংস, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ ফাইনাল ম্যাচ ভারতে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস ৩ (Star Sports 3) চ্যানেলে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স বনাম মুর্শিদাবাদ কিংস, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ ফাইনাল ম্যাচ

অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স বনাম মুর্শিদাবাদ কিংস, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ ফাইনাল ম্যাচ অনলাইনে ভারতে সরাসরি সম্প্রচার করা হবে FanCode অ্যাপে।