আরিফুল ইসলামের অর্ধশতক এবং বাঁহাতি পেসার মারুফ মৃধার দাপুটে বোলিংয়ে শুক্রবার দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। সেমিফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে ৪২.৪ ওভারে ১৮৮ রানে অলআউট হয়ে যায় ভারত যেখানে, মুশির খান ৫০ ও মুরুগান অভিষেক ৬২ রান করেন। কিন্তু ৪২.৫ ওভারে বাংলাদেশকে জয় এনে দেন আরিফুল ইসলাম, তাঁর ৯৪ বলে ৯০ রান দ্রুত উইকেট পড়ার পর বাংলাদেশকে বিপদ থেকে উদ্ধার করেন তিনি। ভারতের হয়ে ৪১ রানে নেন ৪ উইকেট মারুফ। ম্যাচের শুরুতেই তাঁর শিকার হন ওপেনার আদর্শ সিং, আরশিন কুলকার্নি এবং অধিনায়ক উদয় সাহারান। কিন্তু মুশির-অভিষেকের সপ্তম উইকেটে ৮৪ রানের পার্টনারশিপ করেন। জবাবে ব্যাট করতে নেমে ৯.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৪ রান তোলে বাংলাদেশ। কিন্তু চতুর্থ উইকেট জুটিতে ১৩৮ রানের অনবদ্য জুটি গড়ে ভারতকে চাপে ফেলে দেন আরিফুল। PAK vs AUS 1st Test Day 2 Stumps: জামালের ৫ উইকেটেও অজি স্কোর প্রায় ৫০০, ২ উইকেট খুইয়ে বিপাকে পাকিস্তান
Bangladesh-U19 clinches victory by 4 wickets against India-U19, securing a thrilling ticket to the finals. The cricketing arena buzzes with excitement as Bangladesh charts their course to championship glory. #ACCMensU19AsiaCup #ACC pic.twitter.com/OBYEu5MbxP
— AsianCricketCouncil (@ACCMedia1) December 15, 2023
প্রথম সেমিফাইনালে সংযুক্ত আরব আমিরাত ১১ রানে পাকিস্তানকে পরাজিত করে ফাইনালে বাংলাদেশের সাথে খেলতে প্রস্তুত। অধিনায়ক অয়ন আফজাল খানের ৫৭ বলে ৫৫ এবং ওপেনার আরিয়ানশ শর্মার ৭০ বলে ৪৬ রানের সুবাদে ১৯৩ রানে অলআউট হয়ে যায় সংযুক্ত আরব আমিরাত। এরপর পাকিস্তানকে ৩ বল বাকি থাকতে ১৮২ রানে অলআউট করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা।
UAE-U19 triumphs by 11 runs against Pakistan-U19, securing a spot in the finals. A heart-stopping match showcasing the essence of cricket's exhilarating unpredictability. Congratulations team UAE! #ACCMensU19AsiaCup #ACC pic.twitter.com/hXAgS3752h
— AsianCricketCouncil (@ACCMedia1) December 15, 2023