তৃতীয়বার বাবা হলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স (AB de Villiers)। তাঁর স্ত্রী ড্যানিয়েল ডি ভিলিয়ার্স (Danielle De Villiers) গত সপ্তাহে তৃতীয় সন্তানের জন্ম দিয়েছেন। সদ্যোজাতর ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন এবি ডি ভিলিয়ার্স। উইকেটরক্ষক ব্যাটসম্যানও তাঁর পোস্টে সন্তানের নামও জানিয়েছেন। ইনস্টাগ্রামে ডি ভিলিয়ার্স সন্তানের ছবি পোস্ট করে লিখেছেন, " ১১ নভেম্বর আমরা ইয়েন্তে ডি ভিলিয়ার্সকে স্বাগত জানিয়েছি, তুমি আমাদের পরিবারের জন্য একেবারে নিখুঁত সংযোজন। কী আশীর্বাদ।"
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) খেলতে সংযুক্ত আরব আমিরশাহিতে যাওয়ার প্রায় এক মাস আগে ডি ভিলিয়ার্সের স্ত্রী গর্ভবতী ছিলেন। আইপিএলে ডি ভিলিয়ার্স টানা ১০ বছর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলছেন। আইপিএলের পরে বিগ ব্যাশ লিগে খেলবেন বলে আশা করা হলেও পরিবারের সঙ্গে থাকতে তিনি লিগ থেকে সরে আসেন। আরও পড়ুন: ISL 2020-21 KBFC vs ATKMB Live Streaming: আজ আইএসএলের উদ্বোধন, কোথায়, কখন দেখবেন কেরালা ব্লাস্টার্স বনাম এটিকে-মোহনবাগান ম্যাচের সরাসরি সম্প্রচার
Instagram-এ এই পোস্টটি দেখুন
২০১৩ সালে বিয়ে করেন এবি ডি ভিলিয়ার্স। ২০১৫ সালে তাঁদের প্রথম সন্তান জন্ম নেয়। তার নাম আব্রাহাম ডি ভিলিয়ার্স। ২০১৭ সালে দ্বিতীয় সন্তান হয়, তার নাম জন ডি ভিলিয়ার্স। দুই ছেলের পর এবার কন্যা সন্তানের জন্ম দিলেন ড্যানিয়েল ডি ভিলিয়ার্স।