Shikhar Dhawan: ধাওয়ানের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর কিছু লিখতে পারবেন না প্রাক্তন স্ত্রী আয়েষা, নির্দেশ আদালতের
Shikhar Dhawan (Photo Credits: Getty)

ভারতীয় দলের তারকা ক্রিকেটার শিখর ধাওয়ানের (Shikhar Dhawan) সঙ্গে সম্পর্কটা একেবারে তিক্ত হয়ে গিয়েছে প্রাক্তন স্ত্রী আয়েষা মুখোপাধ্যায়ের (Aesha Mukerji)। শিখর ধাওয়ানের সঙ্গে আয়েষার মধ্যে চলা ডিভোর্সের মামলার মাঝে নয়া নির্দেশ আদালতের। দিল্লির পাতিয়ালা কোর্টের নির্দেশ,শিখর ধাওয়ানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর লিখতে পারবেন না বাঙালি মেয়ে আয়েষা।

ধাওয়ানের আইনজীবীর অভিযোগ, আয়েষা হুমকি দিয়েছিলে সোশ্যাল মিডিয়ায় তাঁর বিরুদ্ধে খারাপ কথা লিখে তার কেরিয়ার শেষ করে দেওয়ার।

দেখুন টুইট

৯ বছরের দাম্পত্য জীবনে ইতি টেনেছেন শিখর ধাওয়ান ও আয়েশা মুখোপাধ্যায়। আয়েশার সঙ্গে ধাওয়ানের আলাপ ফেসবুকেই। ধাওয়ানের সঙ্গে ঘর বাঁধার আগে আয়েশা এক অজি ব্যবসায়ীকে বিয়ে করেছিলেন। আয়েশা-ধাওয়ানের দুই সন্তান রয়েছে। ধাওয়ান-আয়েশার একটি পুত্র সন্তান রয়েছে। এছাড়াও আয়েশার প্রথম পক্ষের দু'টি কন্য়া সন্তানও রয়েছে।