Copa America 2019: ব্রাজিল কোপা ব্রাজিলেরই, নেইমারকে ছাড়াই অনায়াসে মহাদেশ জিতে এবার কাতারে চোখ তিতের
কোপা আমেরিকার ট্রফি হাতে ব্রাজিলের ফুটবলাররা। (Photo Credits: Twitter)

রিও ডি জেনিরো, ৮ জুলাই: মারকানায় উড়ল ব্রাজিলের (Brazil) জয়ধ্বজা। নিজেদের দেশে আয়োজিত কোপা আমেরিকা ২০১৯ (Copa America 2019) -এ চ্যাম্পিয়ন হল ব্রাজিল। ফাইনালে পেরুকে ৩-১ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হল ব্রাজিল। পাঁচ বছর আগে নিজেদের দেশে বিশ্বকাপে জিততে না পারার ক্ষেদটা, কিছুটা হলেও নিজেদের দেশে আয়োজিত কোপায় চ্যাম্পিয়ন হয়ে মিটিয়ে নিল পেলে, জিকো-র দেশ। ফাইনালে শেষ ২০ মিনিট ১০ জনে খেলেও জিতল তিতের দল। একটা সময় ম্যাচের ফল ছিল ১-১।

ম্যাচের ১৫ মিনিটে এর্ভাটন সোয়ারেসের গোলে ব্রাজিল এগিয়ে যাওয়ার পর, ৪৪ মিনিটে পেনাল্টি গোলে পেরুকে সমতায় ফেরান পাওলো গুয়েরো। কিন্তু এক মিনিট বাদেই ব্রাজিলকে ফের লিড এনে দেন গ্যাব্রিয়েল জেসুস। আরও পড়ুন-সেমিফাইনালে ভারতের সামনে নিউ জিল্যান্ড, অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ইংল্যান্ড

ম্যাচের ৭০ মিনিটে জেসুস লাল কার্ড দেখে বেরিয়ে যাওয়ার পর ১০ জনের ব্রাজিল চাপে পড়ে যাবে। তবে খেলা শেষের একেবারে শেষের দিকে রিচারলিসনের পেনাল্টি গোলে ফের গোল করে ৩-১ ফাইনাল জিতে নেয় ব্রাজিল। এবা নিয়ের কোপা আমেরিকায় মোট নয়বার চ্যাম্পিয়ন হলো ব্রাজিল। আগের শিরোপাটা ছিল সেই ২০০৭ সালে।

পুরো টুর্নামেন্টে মাত্র একটা গোল হজম করেই চ্যাম্পিয়ন হল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দেশ। ১২ বছর পর লাতিন আমেরিকার এক নম্বর টুর্নামেন্ট কোপা আমেরিকা জেতার আনন্দে ব্রাজিল সর্মথকদের চোখে জল। টুর্নামেন্ট শুরুর আগে নেইমার ধর্ষণের অভিযোগে বিদ্ধ হওয়া, তারপর চোট পেয়ে ছিটকে যাওয়া-এত সব ধাক্কা নিয়ে, দলের এক নম্বর ফুটবলারকে ছাড়াই কোপা জিতে ব্রাজিল ২০২২ কাতার বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিল।

যে পেরুকে গ্রুপের খেলায় পাঁচ গোল দিয়েছিল ব্রাজিল, সেই পেরু কিন্তু ফাইনালে সীমিত সাধ্য নিয়ে বেশ লড়াই করে। সেমিফাইনালে গত দুবারের চ্যাম্পিয়ন চিলিকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে চমকে দিয়েছিল পেরু। আজ ব্রাজিলের কাছে হারলেও চমক বজায় রাখল পেরু। এবারের কোপায় ব্রাজিল মোট ১৩টি গোল করেছে, মাত্র একটা গোল হজম করেছে। মেসির আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়েছে। তিতের তার দলের ডিফেন্সকে দারুণ মজবুত করেছেন। সব মিলিয়ে রাশিয়া বিশ্বকাপের ব্যর্থতা ঝেড়ে ব্রাজিল ছন্দে ফিরেছে।