লিডস, ৭ জুলাই: বিশ্বকাপ ২০১৯-এ লিগ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে উঠল ভারত। লিগের খেলার শেষ ম্যাচে গতকাল দক্ষিণ আফ্রিকার কাছে অস্ট্রেলিয়ার হারের পর পরিষ্কার হয়ে যায়, সেমিফাইনালে কে কার সঙ্গে খেলবে। লিগ পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে ভারত ফাইনালে ওঠার লড়াই খেলবে চার নম্বরে থেকে সেমিতে ওঠা নিউ জিল্যান্ডের বিরুদ্ধে। অন্য দিকে শেষ ম্যাচে হারায় দ্বিতীয় হয়ে সেমিতে ওঠা অস্ট্রেলিয়ার
শেষ চারের প্রতিপক্ষ হল ইংল্যান্ড। টুর্নামেন্ট শুরুর আগে যে চারটি দল সেমিফাইনালে উঠতে পারে বেশিরভাগ বিশেষজ্ঞ ভবিষ্যতবাণী করেছিলেন, তেমনই হল। গতকাল লিগের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ১০ রানে হারে অস্ট্রেলিয়া, তার আগে ভারত ৭ উইকেটে হারায় শ্রীলঙ্কাকে। আরও পড়ুন- রোহিত শর্মার রেকর্ডে শ্রীলঙ্কাকে হারাল ভারত
এতেই সেমিফাইনাল লাইনআপ কিছুটা ঘেঁটে যায়। অস্ট্রেলিয়া শেষ ম্যাচে জিতলে সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ হত ইংল্যান্ড। যে ইংল্যান্ডের কাছে গ্রুপের খেলায় হেরেছিল ভারত। সেই দিক থেকে কিউইদের পেয়ে কিছুটা সুবিধাই হল কোহলিদের। কারণ কিউইরা টুর্নামেন্ট দারুণভাবে শুরুর করার পর শেষের দিকে ফর্ম হারিয়েছে। কেন উইলিয়ামসনের দল একেবারে কানঘেষে নেট রান রেটের ভিত্তিতে সেমিফাইনালে খেলছে। নক আউটে অবশ্য কিউইরা বরবারই বিপজ্জনক প্রতিপক্ষ।
পয়েন্ট তালিকা
১) ভারত ( ১৫ পয়েন্ট, নেট রান রেট)
২) অস্ট্রেলিয়া (১৪ পয়েন্ট)
৩) ইংল্যান্ড (১২ পয়েন্ট)
৪) নিউজিল্যান্ড (১১ পয়েন্ট)
৫) পাকিস্তান (১১ পয়েন্ট)
৬) শ্রীলঙ্কা (৮ পয়েন্ট)
৭) দক্ষিণ আফ্রিকা (৭ পয়েন্ট)
৮) বাংলাদেশ (৭ পয়েন্ট)
৯) ওয়েস্ট ইন্ডিজ (৫ পয়েন্ট)
১০) আফগানিস্তান (০ পয়েন্ট)