লুকুই (প্যারাগুয়ে), ২০ জুন: আগামী বছর ২০ জুন থেকে শুরু হবে দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট 'কোপা আমেরিকা ২০২৪'। ৪৮ তম কোপা আমরিকার দিন ঘোষণা করল লাতিন আমেরিকার ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা কনমেবল (CONMEBOL)। ২০২৪-এর কোপা আমেরিকায় খেলবে ১৬টি দেশ। তার মধ্যে ১০টি দক্ষিণ আমেরিকার ও উত্তর আমেরিকা থেকে খেলবে ৬টি দেশ। ফাইনাল ১৪ জুলাই। ২০২৪ সালের কোপা আমেরিকা আয়োজিত হবে আমেরিকা যুক্তরাষ্ট্রে। টুর্নামেন্টের দিন ঘোষণা হলেও আমেরিকার কোন কোন স্টেডিয়ামে ম্যাচগুলি আয়োজিত হবে তা এখনও জানানো হয়নি। প্রসঙ্গত, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপও মার্কিন যুক্তরাষ্ট্রেই হবে। ২০১৬ সালের শতবর্ষের কোপা আমেরিকা আয়োজিত হয়েছিল আমেরিকায়।
গতবারের চ্যাম্পিয়ন তথা বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার পাশাপাশি কোপা ২০২৪-এ খেলছে ব্রাজিল, বলিভিয়া, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, পেরু, উরুগুয়ে, ভেনেজুয়েলা। উত্তর আমেরিকা থেকে কোন ৬টি দেশ কোপায় খেলবে তা ঠিক হবে সেপ্টেম্বরে হতে চলা কনকাকাফ ন্যাশানস লিগে। বেশ কিছু আবেদন এলেও কোপায় এশিয়ার কোনও দেশকে খেলানো হচ্ছে না। আরও পড়ুন-৫৪ বলে সেঞ্চুরি করে জিম্বাবোয়েকে সুপার সিক্সে তুললেন রাজা
শেষবার কোপা আমেরিকা আয়োজিত হয় ব্রাজিলে। ২০২১ সালে আয়োজকদের হারিয়ে কোপা জেতে মেসির আর্জেন্টিনা। কোপা আমেরিকায় সবচেয়ে বেশীবার চ্যাম্পিয়ন হওয়ার নজির আছে আর্জেন্টিনা ও উরুগুয়ের (১৫ বার করে)। ব্রাজিল সেখানে ৯বার কোপায় চ্যাম্পিয়ন হয়। ২০২৪ কোপায় মেসিকে খেলতে দেখা যায় কি না সেটাই দেখার।