রিও ডি জেনিরো, ২২ জুন: কোপা আমেরিকায় (Copa America 2021 Points Table) নক আউটে পর্বে উঠতে বড় দলগুলিকে যে বিশেষ কষ্ট করতে হবে না সেটা জানাই ছিল। কারণ দশ দলের টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালে উঠবে আটটা দল। বিদায় নেবে মাত্র দুটি দল। তিনটে ম্যাচ খেলে দুটিতে জিতে আর্জেন্টিনা (Argentina) কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়ে গেল। দুটো খেলে দুটোতেই জয় পাওয়া ব্রাজিলেরও (Brazil) নক আউটে ওঠা সময়ের অপেক্ষা। গ্রুপ এ-তে তিন ম্যাচে সাত পয়েন্ট পেয়ে শীর্ষে আর্জেন্টিনা। সমসংখ্যাক ম্যাচে দুই নম্বরে চিলি (৫ পয়েন্ট)। চিলিও শেষ আটে উঠে গিয়েছে। এই গ্রুপে তিন নম্বরে প্যারাগুয়ে (৩), চারে উরুগুয়ে (১)। সবার শেষে থাকা বলিভিয়া দুটো ম্যাচ খেলে এখনও কোনও পয়েন্ট পায়নি। আরও পড়ুন: Euro 2020 Schedule in IST, Free PDF Download: জানুন ভারতীয় সময় অনুযায়ী এবারের ইউরো কাপের ক্রীড়াসূচি, ডাউনলোড করুন ফ্রি পিডিএফ
আর্জেন্টিনা গ্রুপের শেষ ম্যাচে খেলবে এই বলিভিয়ার বিরুদ্ধে (২৮ জুন)। কোয়ার্টার ফাইনালে গ্রুপ এ-র চ্যাম্পিয়ন খেলবে গ্রুপ বি-র চার নম্বরে থাকা দলের বিরুদ্ধে। যেভাবে দাঁড়িয়ে এবারের কোপা তাতে মনে হচ্ছে গ্রুপ এ-র চ্যাম্পিয়নের সম্ভাবনা থাকা আর্জেন্টিনাকে সেমিফাইনালে উঠতে হলে হারাতে হবে গ্রুপ বি-তে চতুর্থ স্থানে থাকা ভেনেজুয়েলাকে।
অন্যদিকে, গ্রুপ বি-তে ব্রাজিল ২ ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে শীর্ষে। তিন ম্যাচে ৪ পয়েন্ট পেয়ে, কলম্বিয়া দ্বিতীয় স্থানে। পেরু (৩ পয়েন্ট), ভেনেজুয়েলা (তিন ম্যাচে ২) আছে যথাক্রমে তিন ও চার নম্বরে। সবার শেষে আছে দু ম্যাচে ১ পয়েন্ট পাওয়া ইকুয়েডর। ব্রাজিলের গ্রুপের শেষ দুটি ম্যাচ কলম্বিয়া (২৩ জুন), ইকুয়েডর (২৭ জুন)। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ উরুগুয়ে।