কাভানির গোলে জিতল উরুগুয়ে। FIFA World Cup 2018 (Photo Credits: Getty Images)

কোপা আমেরিকা (Copa America 2019) কোয়ার্টার ফাইনাল লাইনআপ চূড়ান্ত হয়ে গেল। গতকাল কোপায় গ্রুপ লিগের খেলা শেষ হল। গ্রুপ সি-র শেষ খেলায় উরুগুয়ে ১-০ গোলে হারাল গতবারের চ্যাম্পিয়ন চিলিকে। আর জাপান-ইকুয়েডর ম্যাচ ১-১ গোলে ড্র হল। ফলে গ্রুপ সি থেকে চ্যাম্পিয়ন ও রানার্স হয়ে কোয়ার্টার ফাইনালে উঠল যথাক্রমে উরুগুয়ে ও চিলি। অন্যদিকে, ড্র করায় বিদায় নিল জাপান ও ইকুয়েডর।

গোলপার্থক্যে পিছিয়ে থাকায় তৃতীয় স্থান পেয়ে শেষ আটে ওঠার লড়াইয়ে থমকে গেল জাপান। চার পয়েন্ট সংগ্রহ করা পেরু তৃতীয় স্থানে থাকা দল হিসেবে শেষ আটে ওঠে। অন্যদিকে, একই পয়েন্ট পেয়েও গোলের গড় ভাল থাকায় গ্রুপের সেরা তৃতীয় স্থানাধিকারী জাপানকে ছাপিয়ে প্যারাগুয়ে (২ পয়েন্ট) কোয়ার্টার ফাইনালে উঠল। চিলির কাছে ০-৪ গোলে প্রথম ম্যাচে হারায় বিদায় নিল জাপান। আরও পড়ুন- দারুণ লড়েও ব্রাজিলের বিদায়

কাভানির ৮২ মিনিটে গোলে জিতে গ্রুপ সেরা হয়েই কোয়ার্টারে উঠল উরুগুয়ে। কোয়ার্টার ফাইনালে এবার আয়োজক দেশ ব্রাজিলের সামনে প্যারাগুয়ে। যে প্যারাগুয়ে গ্রুপের খেলায় আর্জেন্টিনাকে রুখলেও, হারাতে পারেনি কাতারকে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনার সামনে ভেনেজুয়েলা। যে ভেনেজুয়েলা গ্রুপের খেলায় ব্রাজিলকে আটকে দিয়েছিল। কোয়ার্টার ফাইনালে সবচেয়ে আকর্ষক লড়াইটা হতে চলেছে কলম্বিয়া ও চিলির মধ্যে। চলতি কোপায় একমাত্র কলম্বিয়াই সব কটা ম্য়াচ জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে। অন্যদিকে, চিলি সেভাবে ফর্মে নেই। যদিও সাম্প্রতিক কালে কোপায় চিলি নক আউটে অপ্রতিরোধ্য ফুটবল খেলে। তাই কলম্বিয়া-চিলি ম্যাচ জমে যাওয়ার কথা। চতুর্থ কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে খেলবে চিলির বিরুদ্ধে। ব্রাজিল, আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে জিতলে একে অপরের বিরুদ্ধে সেমিফাইনালে মুখোমুখি হতে পারে।

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের ক্রীড়াসূচি

প্রথম কোয়ার্টার ফাইনাল

২৭ জুন, পোর্তো আলগ্রে

ব্রাজিল বনাম প্যারাগুয়ে

দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল

২৮ জুন, রিও ডি জেনিরো

আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলা

তৃতীয় কোয়ার্টার ফাইনাল

২৮ জুন, সাও পাওলো

কলম্বিয়া বনাম চিলি

চতুর্থ কোয়ার্টার ফাইনাল

২৯ জুন,সালভাডোর

উরুগুয়ে বনাম পেরু