Javelin Thrower Arjun (Photo Credit: Twitter)

কমনওয়েলথ যুব গেমসে ভারতের প্রতিনিধিত্ব করার জন্য ১৬ বছররে অর্জুন প্রস্তুত। এই অল্প বয়সে সে অনেকের স্বপ্ন পূরণ করেছে। ২০২৩ সালের ৪ থেকে ৬ আগস্ট পোর্ট অব স্পেন, ত্রিনিদাদ ও টোবাগোতে অনুষ্ঠিত হবে সপ্তম আসরের খেলা। দু'সপ্তাহেরও কম সময় বাকি থাকায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য সেরা প্রস্তুতি নিচ্ছে অর্জুন। বর্তমানে শালিমার বাগের মডার্ন পাবলিক স্কুলে পড়াশোনা করছেন অর্জুন, দ্বাদশ শ্রেণির ছাত্র। জ্যাভলিন থ্রোয়ার হিসেবে তার যাত্রা শুরু হয় ১২ বছর বয়সে। সেই সময় অর্জুন জানত না যে, এই নৈমিত্তিক অনুধাবন একটি প্যাশন হয়ে উঠবে, যার ফলে সে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করতে পারবে। India Pulls Out from Wushu Games: অরুণাচলের খেলোয়াড়দের জন্য পাসপোর্টে স্ট্যাম্পহীন ভিসা! চিনের ইভেন্ট থেকে সরে দাঁড়াল ভারত

তারপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। ১৫ বছর বয়সে তিনি চতুর্থ এশিয়ান ইয়ুথ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২২-এ ভারতের প্রতিনিধিত্ব করে এবং জ্যাভলিন থ্রোতে রৌপ্য পদক জিতেছে সে। অর্জুন ভারতের অনূর্ধ্ব-১৮ পুরুষদের জ্যাভলিন থ্রো বিভাগে শীর্ষ স্থান অধিকার করে এবং কমনওয়েলথ দেশগুলির মধ্যে ৩ নম্বরে রয়েছে। কুয়েত ও উজবেকিস্তানে অনুষ্ঠিত চতুর্থ ও পঞ্চম এশিয়ান অনুর্ধ্ব-১৮ অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক অর্জন করেন এবং ২০২২ সালের সেপ্টেম্বরে মধ্যপ্রদেশের ভোপালে অনুষ্ঠিত ১৭তম জাতীয় যুব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক লাভ করে।

এখন কমনওয়েলথ গেমসের জন্য অধ্যবসায়ের সঙ্গে প্রস্তুতি নিচ্ছেন ১৬ বছর বয়সী এই তারকা। চলতি বছরের শুরু থেকেই নিজের সেরা পারফরমেন্স অর্জনে ফোকাস করার পাশাপাশি কঠোর ট্রেনিং শিডিউল মেনে চলেছে অর্জুন।