MEA Slams China (Photo Credit: News9/ Twitter)

অরুণাচল প্রদেশের তিন অ্যাথলিটকে স্টেপল ভিসা দেওয়ায় উশু (মার্শাল আর্ট) দলের চীন সফর বাতিল করল ভারত। শুক্রবার থেকে চেংদুতে শুরু হতে চলা ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস-এ উশুর ১২ সদস্যের একটি দল অংশ নেওয়ার কথা ছিল। বিষয়টির সঙ্গে পরিচিত ব্যক্তিরা জানিয়েছেন, বুধবার রাতে অরুণাচল প্রদেশের তিন ক্রীড়াবিদকে স্টেপল ভিসা দেওয়ায় সফর বাতিল করা হয়। বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ভারত এই বিষয়ে চিনের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং ভারতীয় নাগরিকদের জন্য ভিসার নিয়মে নাগরিকত্ব বা জাতিগত ভিত্তিতে কোনও বৈষম্য করা উচিত নয়। সরকার বিষয়টি খতিয়ে দেখার পর দলের সফর স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। Indian Football Draw: বাংলাদেশ-চিনের গ্রুপে এশিয়ান গেমসে ভারত, ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে কাতার-কুয়েতের বিপক্ষে

বাগচি বলেন, 'আমাদের নজরে এসেছে যে চিনের একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্বকারী আমাদের কিছু নাগরিককে স্টেপল ভিসা দেওয়া হয়েছিল। তিনি বলেন, এটা মেনে নেওয়া যায় না। আমরা চিনের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছি এবং এই বিষয়ে আমাদের অবস্থানের কথা জানিয়েছি। ভারত এই ধরনের পদক্ষেপের উপযুক্ত জবাব দেওয়ার অধিকার রাখে।'

দলের অন্য সদস্যরা স্বাভাবিক ভিসা পেলেও অরুণাচল প্রদেশের খেলোয়াড়দের দেওয়া হয়েছিল স্টেপল ভিসা। এর আগেও অরুণাচল প্রদেশ থেকে চীনে গিয়ে ভারতীয়দের স্ট্যাপড ভিসা দেওয়ার ঘটনা ঘটেছে, যা নিয়ে নয়াদিল্লিতে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করে আসছে চীন। গত এপ্রিলে অরুণাচল প্রদেশে চিনের কিছু জায়গার নাম বদলের প্রস্তাব খারিজ করে দেয় ভারত।