টোকিও, ২১ জুলাই: টোকিও অলিম্পিকের (Tokyo Olympics 2020) উদ্বোধনের ঠিক ৪৮ ঘণ্টা আগে খারাপ খবর। জাপানে হয়তো আছড়ে পড়েছে তৃতীয় ঢেউ। একদিনে নয়া করোনা সংক্রমণের রেকর্ড গড়েছে জাপান। এর মধ্যে গেমস ভিলেজে করোনায় আক্রান্ত হলেন আরও দুই ক্রীড়াবিদ। চিলির তাইকুন্ডু খেলোয়াড় ফার্নান্দো আগুয়েরো ও ৩১ বছরের ডাচ স্কেটবোর্ডার ক্যান্ডি জ্যাকবস করোনায় আক্রান্ত হলেন। জ্যাকবসকে দশ দিনের কোয়ারান্টিনে থাকতে হবে। গেমস ভিলেজের বাইরে তাঁকে এক হোটেলে রাখা হবে। করোনা রিপোর্ট পজেটিভ আসার পর সেই মহিলা স্কেটবোর্ডার কান্নায় ভেঙে পড়েন। কারণ তাঁর টোকিও অলিম্পিকে খেলার সম্ভাবনা আর থাকল না।
Chilean taekwondo athlete Fernanda Aguirre and Dutch skateboarder Candy Jacobs have tested positive for #COVID19 on arrival at #Tokyo2020.https://t.co/SKSOsSiwPg
— Twitter Moments (@TwitterMoments) July 21, 2021
গত ২৪ ঘণ্টায় জাপানের রাজধানী টোকিওতে নয়া আক্রান্তের সংখ্যা ১৮৩২ জন। চলতি বছর ১৬ জানুয়ারির পর শহরে যা একদিনে সর্বোচ্চ সংক্রমণ। অলিম্পিকের সঙ্গে জড়িতদের মধ্যে করোনা সংক্রমণের সংখ্যা বেড়ে ৭৯ হয়ে গিয়েছে। এখন যা পরিস্থিতি তাতে আয়োজকদের রাতের ঘুম উধাও হয়ে যাওয়ার জোগাড়।
গেমস ভিলেজে বায়ো বাবল আরও সুরক্ষিত করা হয়েছে। গতকালই অলিম্পিকের মুখ্য অধিকর্তা তোসিরো মুতো জানিয়েছেন, যে ভাবে দেশে কোভিড ছড়িয়ে পড়ছে, তাতে নিজেদের মধ্যে বৈঠক করতে বাধ্য হয়েছেন তারা। সেখানে কোনো সিদ্ধান্ত না হলেও অলিম্পিক বাতিলের প্রসঙ্গটি নিয়ে আলোচনা হয়েছে। দ্রুত তারা সিদ্ধান্ত জানাবেন।