WFI Chief Brij Bhushan Saran Singh (Photo Credit: Twitter)

কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রধান তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে চার্জশিট পেশ করল দিল্লি পুলিশ। চার্জশিট পেশের আগে ব্রিজভূষণের দিল্লির বাড়ির বাইরে মোতায়েন করা হয়েছিল কড়া নিরাপত্তা। আইপিসির ৩৫৪, ৩৫৪ডি, ৩৪৫এ, এবং ৫০৬ (১) ধারায় বিজেপি সাংসদের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত ব্রিজ ভূষণের বিরুদ্ধে ২৫ জন জবানবন্দি দিয়েছেন। এই বিষয়ে ১৮০ জনেরও বেশি ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। সম্প্রতি দিল্লি পুলিশ এক মহিলা অভিযোগকারীকে তদন্তের জন্য ভারতীয় কুস্তি ফেডারেশনের অফিসে নিয়ে যায়। ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনা দুই শীর্ষ মহিলা কুস্তিগীরকে প্রমাণ হিসেবে অডিও, ভিডিও, ছবি দিতে বলা হয়েছিল।

উত্তরপ্রদেশের কেউ ব্রিজভূষণের বিরুদ্ধে দিল্লি পুলিশের কাছে সাক্ষ্য দেননি। ব্রিজভূষণের আত্মীয়, সহকর্মী এবং বাড়ির কর্মীদের বয়ান রেকর্ড করতে গোন্ডায় ব্রিজভূষণের বাড়িতেও যান পুলিশকর্মীরা। দিল্লি পুলিশ অন্যান্য দেশের কুস্তি ফেডারেশনকে চিঠি দিলেও তারা এখনও কোনও ইনপুট পাঠায়নি। এসব তথ্য পাওয়া গেলে বাকী চার্জশিট দাখিল করা হবে। দিল্লি পুলিশ পক্সো মামলায় ব্রিজভূষণের বিরুদ্ধে একটি বাতিল রিপোর্ট দায়ের করেছে। নাবালিকার বাবার বয়ানের উপর ভিত্তি করে কোনও প্রমাণ না পাওয়ায় পুলিশ এই বাতিলের আবেদন করেছে। পস্কো মামলা বাতিলের শুনানি হবে ৪ জুলাই।