Rohit Sharma and Hardik Pandya (Photo Credits: X)

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দলে তেমন বড় চমক থাকল না।  ঘোষিত ১৫ জনের দলে উইকেটকিপার সহ সাত জন স্পেশালিস্ট ব্যাটার, এক পেস অলরাউন্ডার, চার স্পিনার ও তিন পেসারকে রাখা হল। ফিট হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য স্কোয়াডে জায়গা পেলেন মহম্মদ সামি। ফিটনেস সমস্যা নিয়ে প্রশ্ন থাকলেও জশপ্রীত বুমরা-কে স্কোয়াডে রাখা হল।

বুমরা, সামির সঙ্গে থাকলেন আর্শদীপ সিং

বুমরা, সামির সঙ্গে স্পেশালিস্ট পেসার হিসেবে স্কোয়াডে রাখা হল আর্শদীপ সিং-কে। ২০২৩ বিশ্বকাপের ফাইনালে খেলা দুজন ক্রিকেটার চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে থাকলেন না- সূর্যকুমার যাদব ও মহম্মদ সিরাজ। ওয়ানডে-র বড় মঞ্চে কামব্যাক হচ্ছে কেএল রাহুল ও ঋষভ পন্থের। সীমিত ওভারের ক্রিকেটে দারুণ খেলা সঞ্জু স্যামসনকে স্কোয়াডে জায়গা দেওয়া হয়নি।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দল

বাদ সূর্যকুমার, সিরাজ

অজি সফরে দুরন্ত পারফরম্যান্স করা যশস্বী জয়সওয়াল-তে ওপেনার-ব্যাটার হিসেবে রাখা হল। অধিনায়ক রোহিত শর্মার ডেপুটি হিসেবে শুবমন গিলকে বাছা হল। বর্ডার-গাভাসকর ট্রফিতে দারুণ পারফর করলেও নীতীশ রেড্ডির নাম বিবেচিত হল না। সংযুক্ত আরব আমিরশাহি-র পিচের কথা মাথায় রেখে চার স্পেশালিস্ট হিসেবে কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর ও অক্ষর প্যাটেলকে রাখা হয়েছে। টি-২০ ক্রিকেটে দারুণ পারফম করা বরুণ চক্রবর্তী-কেও দলে রখা হয়নি।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঘোষিত টিম ইন্ডিয়া:

রোহিত শর্মা (অধিনায়ক), শুবমন গিল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জশপ্রীত বুমরা, মহম্মদ সামি, আর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা।

টিম ইন্ডিয়ার সূচি

আগামী ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু হবে টিম ইন্ডিয়ার। টিম ইন্ডিয়ার সঙ্গে একই গ্রুপে আছে পাকিস্তান, নিউ জিল্যান্ড ও বাংলাদেশ। গ্রুপ থেকে দুটি দল সেমিফাইনালে উঠবে।

টুর্নামেন্টে টিম ইন্ডিয়ার সূচি

গ্রুপের ম্যাচ

প্রথম ম্যাচ- বাংলাদেশের বিরুদ্ধে, ২০ ফেব্রুয়ারি

দ্বিতীয় ম্যাচ- পাকিস্তানের বিরুদ্ধে, ২৩ ফেব্রয়ারি

তৃতীয় ম্যাচ- নিউ জিল্যান্ডের বিরুদ্ধে, ২ মার্চ

(তিনটি ম্যাচই দুবাইয়ে। খেলা শুরু ভারতীয় সময় দুপুর আড়াইটে থেকে)।