উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ২০২২ (UEFA Champions League 2021-22)-এর কোয়ার্টার ফাইনালের প্রথম দিনে জয় পেল ইংল্যান্ডের দুই ক্লাব-লিভারপুল (Liverpool) ও ম্যানচেস্টার সিটি (Manchester City)। এই দুটি ক্লাবের মধ্যেই এখন প্রিমিয়র লিগ জেতার জোর টক্কর চলছে। তার মাঝেই ইংল্যান্ডের এই দুই ক্লাব চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের পথে এক পা বাড়িয়ে রাখল। পর্তুগালের বেনফিকা-কে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালের পথে এক পা বাড়িয়ে রাখল লিভারপুল। অন্যদিকে, ঘরের মাঠে স্পেনের অ্যাথলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে এগিয়ে থাকল ম্যানচেস্টার সিটি। এবার দ্বিতীয় পর্বে খেলার পরেই ঠিক হবে কারা সেমিফাইনালে উঠবে। বেনফিকার বিরুদ্ধে লিভারপুলের হয়ে গোল গুলি করেন কোনাটে (১৭ মিনিট), সাদিও মানে (৩৪ মিনিট), দিয়াজ (৮৭ মিনিট)। বেনফিকার হয়ে ১-২ করেন নুনেজ (৪৯ মিনিট)। অ্যাথলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে ম্যান সিটির হয়ে জয়সূচক গোলটি করেন কেভিন দি ব্রুনে (৭০ মিনিট)। আরও পড়ুন: আইপিএলে রয়্যালস যুদ্ধে বেঙ্গালুরুকে জেতালেন কার্তিক, শাহবাজ
আজ, বুধবার রাতে লন্ডনে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে নামছে স্পেনের জায়েন্ট ক্লাব রিয়াল মাদ্রিদ ও গতবারের চ্যাম্পিয়ন চেলসি। গতবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দু পর্বের সাক্ষাতে ৩-১ গোলে হারিয়ে রিয়ালকে হারিয়েছিল চেলসি। সেইদিক থেকে দেখলে এই ম্যাচটা রিয়ালের কাছে হারের প্রতিশোধ নেওয়ার। অন্যদিকে, স্পেনের ভিয়া রিয়ালের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে নামছে জার্মানির বায়ার্ন মিউনিখ।
মেসি-নেইমার, রোনাল্ডো ছাড়াই হচ্ছে চলতি চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল। কারণ প্রি কোয়ার্টার ফাইনালে রিয়ালের কাছে হেরে বিদায় নিয়েছে মেসি-নেইমারের পিএসজি। আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ম্যানচেস্টার ইউনাইউটেডকে হারিয়ে শেষ আটে উঠেছে অ্যাথলেটিকো মাদ্রিদ।