Goalkeeper Quillan Roberts 70 yard goal. (Photo Credits:X)

Goalkeeper Goals Video: আগামী সোমবার থেকে কাতারে শুরু হচ্ছে অনুর্ধ্ব-১৭ ফিফা বিশ্বকাপ (FIFA Under-17 World Cup 2025)। ২০১৭ অনুর্ধ্ব -১৭ ফুটবল বিশ্বকাপের আসর বসেছিল ভারতে। সেই বিশ্বকাপটাই এবার হতে চলেছে কাতারে। ফিফা অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপের কথা উঠলেই ওঠে একটা গোলের কথা। একজন গোলকিপারের করা অবিশ্বাস্য সেই গোলটাই ফিফা আজ, শনিবার তাদের এক্স পেজে শেয়ার করে আসন্ন কাতার অনুর্ধ্ব-বিশ্বকাপের প্রচার করল। আজ থেকে বছর ১৪ আগে অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপে করা কানাডার গোলকিপারের করা সেই গোলটা কোনও পেনাল্টি, ফ্রিকিক বা কর্নার থেকে আসেনি, এসেছে একটা শটে। ফুটবলের ইতিহাসে গোলকিপারদের গোল খুবই বিরল। আর সেই বিরলতার অন্যতম দৃষ্টান্ত হয়ে রয়েছে ২০১১ সালের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের একটি ম্যাচ। সেই ম্যাচে মাত্র ১৭ বছর বয়সী কানাডিয়ান গোলকিপার কুইলান রবার্টস (Quillan Roberts) ইংল্যান্ডের বিরুদ্ধে করেন এক অবিশ্বাস্য গোল। ৭০ গজ দূর থেকে কানাডার গোলকিপার রবার্টসের গোলের কথা আজও ভোলা যায় না।

কোথায়, কীভাবে হয় গোলটি

২০১১ সালে মেক্সিকোতে অনুষ্ঠিত এই অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ-সি ম্যাচে ৮৭তম মিনিটে রবার্টসের লম্বা কিক সরাসরি ইংল্যান্ডের গোলপোস্টে গিয়ে জাল ছুঁয়ে দেয়। প্রতিপক্ষ গোলকিপারের অনেকটা এগিয়ে দাঁড়িয়ে ছিলেন। সেটা বুঝতে পেরে রবার্টস এমন একটা শট নেন, যাতে চলে আসে এমন একটা গোল যা আজও ভোলো যায় না। সেই অবিশ্বাস্য গোলের সুবাদে কানাডা যুব দল নাটকীয় ২-২ ড্র করে শক্তিশালী ইংল্যান্ড যুব দলের বিরুদ্ধে। সেই বিশ্বকাপে কানাডা গ্রুপ লিগ থেকে বিদায় নিলেও তাদের গোলকিপারের করা গোল টুর্নামেন্টের বড় বিজ্ঞাপন করে দেয়। মেক্সিকো শেষ পর্যন্ত সেই যুব বিশ্বকাপ জেতে উরুগুয়েকে হারিয়ে। আর ফুটবলপ্রেমীদের স্মৃতিতে থেকে যায় এক কিশোর গোলকিপারের দুরন্ত দূরপাল্লার শট। যা এখনও আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে নাটকীয় মুহূর্তগুলোর একটি।

দেখুন কানাডার গোলকিপার রবার্টসের করা সেই অবিশ্বাস্য গোলটি

গোলকিপার রবার্টস এরপর কোথায় খেলেন

অনূর্ধ্ব-১৭ স্তরে এই সাফল্য থাকলেও কানাডার সিনিয়র দলে একটাই মাত্র ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন রবার্টস। এরপর তিনি তাঁর পুরনো দেশ গায়ানার জার্সি গায়ে ২০১৯ সাল থেকে আন্তর্জাতিক ফুটবল খেলছেন। গায়নার হয়ে ২১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। না, সেই ম্যাজিকাল গোলের পর আর কোনওদিন কোথাও গোল করেননি রবার্টস। এখন তাঁর ৩১ বছর বয়স। সেই অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকেই উঠে এসেছিলেন ভবিষ্যতের তারকা যেমন স্পেনের মার্কো আসেনসিও, ব্রাজিলের গ্যাব্রিয়েল বারবোসা। তবে রবার্টসের সেই গোল আজও স্মরণীয়।