একেবারে অধিনায়ক হয়ে চোট সারিয়ে ১১ মাস পর জাতীয় দলে ফিরছেন ভারতের তারকা পেসার জশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। বিশ্বকাপের আগে সবার মুখে হাসি ফুটিয়ে ১৮ অগাস্ট থেকে আয়ারল্যান্ডে শুরু হতে চলা তিন ম্যাচের টি-২০ সিরিজে দেশকে নেতৃত্ব দেবেন ২৯ বছরের আমেদাবাদের তারকা পেসার। গত বছর সেপ্টেম্বরে বুমরা দেশের হয়ে শেষবার খেলেছিলেন অস্টরেলিয়ার বিরুদ্ধে হায়দরাবাদে। গত বছর জুলাইয়ে বার্মিংহ্যামে ইংল্য়ান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে দেশকে নেতৃত্ব দিয়েছিলেন বুমরা। রোহিত শর্মার কোভিডের কারণে না খেলতে পারায় দেশের ৩৬ তম টেস্ট অধিনায়ক হয়েছিলেন গুজরাটের তারকা পেসার।
অগাস্টের শেষে আয়ারল্যান্ড সফরে যাচ্ছেন না রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়ারা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টি টোয়েন্টি সিরিজ খেলে অধিনায়ক হার্দিক বিশ্রামে যাচ্ছেন। হার্দিকের অনুপস্থিতিতে আয়ারল্য়ান্ডে তিন ম্যাচের সিরিজে দেশকে নেতৃত্ব দেবেন জশপ্রীত বুমরা। আয়ারল্যান্ডে বুমরা ছাড়া পুরোপুরি দ্বিতীয় সারির দল খেলানো হচ্ছে। এরপর এশিয়া কাপে পুরো শক্তি নিয়ে ঝাঁপাবে টিম ইন্ডিয়া। বুমরার দলে বাংলা থেকে আছেন দুই ক্রিকেটার-স্পিনার অলরাউন্ডার শাহবাজ আহমেদ ও পেসার মুকেশ কুমার।
আয়ারল্য়ান্ডের বুমরার ডেপুটি হিসেবে থাকছেন ঋতুরাজ গায়কোয়েড়। ঋতুকে এশিয়ান গেমসে ভারতের নেতৃত্ব দিতে দেখা যাবে। আয়ারল্য়ান্ডে যাচ্ছেন রিঙ্কু সিং, শাহবাজ আহমেদ, মুকেশ কুমার, তিলক ভর্মা-রা। দুই উইকেটকিপার হিসেবে আয়ারল্য়ান্ডে যাচ্ছেন সঞ্জু স্য়ামসন ও জিতেশ শর্মা। দলে রাখা হয়েছে যশস্বী জয়সওয়াল, শিবম দুবে, আর্শদীপ সিং, আবেশ খান, রবি বৈষ্ণোই, প্রসিদ কৃষ্ণাদেরও।
আয়ারল্যান্ড সফরে ভারতীয় দল: Indian team for Ireland T20 series:
জশপ্রীত বুমরা (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়েড় (সহ অধিনা.ক), যশস্বী জয়সওয়াল, তিলক ভর্মা, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), জিতেশ শর্মা (উইকেটকিপার), শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বৈষ্ণোই, প্রসিধ কৃষ্ণা, মুকেশ কুমার, আবেশ খান।
আয়রাল্যান্ডে টিম ইন্ডিয়া
ওপেনার: ঋতুরাজ গায়কোয়েড়, যশস্বী জয়সওয়াল
মিডল অর্ডার: তিলক ভর্মা, রিঙ্কু সিং
অল রাউন্ডার: শিবম দুবে (পেসার), ওয়াশিংটন সুন্দর (স্পিনার), শাহবাজ আহমেদ (স্পিনার)
উইকেটকিপার: সঞ্জু স্যামসন (উইকেটকিপার), জিতেশ শর্মা (উইকেটকিপার),
পেসার: জশপ্রীত বুমরা (অধিনায়ক), প্রসিধ কৃষ্ণা, মুকেশ কুমার, আবেশ খান।
স্পিনার: রবি বৈষ্ণোই।
আয়ারল্যান্ডে টিম ইন্ডিয়ার সূচি:
প্রথম টি-২০: ১৮ অগাস্ট
দ্বিতীয় টি-২০: ২০ অগাস্ট
তৃতীয় টি-২০: ২৩ অগাস্ট
(ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু ম্যাচ। জিও সিনেমা অ্যাপে বিনামূল্যে সরাসরি দেখা যাবে)