মুম্বই, ২৫ জুন: বিশ্বকাপের মাঝে খারাপ খবর। বিশ্বকাপের বিশেষজ্ঞ ধারাভাষ্যকার হিসেবে ভারতে টিভি চ্য়ানেলের অনুষ্ঠানের কাজে এসে অসুস্থ হয়ে পড়লেন ক্য়ারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান চার্লাস লারা (Brain Lara)। বুকে মারাত্মক ব্য়থা অনুভব করায় ক্রিকেটের রাজপুত্র হিসেবে পরিচিত লারাকে মুম্বইয়ের এক নামী হাসপাতালে ভর্তি করা হয়।
আজ, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা নাগাদ মুম্বইয়ের প্যারেলের গ্লোবাল হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির সময় লারা-র অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছিল। সূত্রের খবর, এই অঞ্চলের এক পাঁচতারা হোটেলে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বুকে ব্যথা অনুভব করেন টেস্ট ক্রিকেটের এক ইনিংসে ৪০০ রান করা দুনিয়ার একমাত্র ব্য়াটসম্যান। লারাকে এখন আগের চেয়ে ভাল আছেন বলে জানা গিয়েছে।
চলতি বিশ্বকাপে টিভি, সংবাদপত্র, ওয়েবসাইটে বিশেষজ্ঞের ভূমিকায় দেখা যাচ্ছে লারাকে। গতকাল আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সাকিব আল হাসানের পারফরম্যান্সের প্রশংসা করেন লারা। ভারত-পাকিস্তান ম্য়াচে রোহিত শর্মার ব্য়াটিং নিয়েও প্রশংসা করেছিলেন লারা। ক্রিকেট ইতিহাসের অনেক বিরল কীর্তির সঙ্গে জড়িত লারা নাম। একমাত্র ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে কোয়ান্টিপল (৫০১) এবং টেস্ট ক্রিকেটে কোয়াড্রপল সেঞ্চুরি (৪০০) করেন। ১৯৯৪ সালে উইকশায়ারের হয়ে ডরহামের বিপক্ষে ৫০১ রান করেন।
(বিস্তারিত আসছে)