Neymar. (Photo Credits: Twitter)

প্যারিস, ২৭ সেপ্টেম্বর: আজ, মঙ্গলবার রাতে প্রীতি ম্যাচে মুখোমুখি ব্রাজিল-তিউনেশিয়া। ফ্রান্সের প্যারিসে হতে চলা নেইমারদের ম্যাচে বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হতে চলেছে। ক দিন আগে প্রীতি ম্যাচে ঘানাকে ৩-০ গোলে হারিয়েছিল পাঁচবারের চ্যাম্পিয়নরা। এবার ব্রাজিলের সামনে আফ্রিকার দেশ তিউনেশিয়া।

ফিফা ক্রমতালিকায় ব্রাজিল শীর্ষে, সেখানে তিউনেশিয়া ৩০ নম্বরে। কাতার বিশ্বকাপে ফ্রান্স, ডেনমার্ক, অস্ট্রেলিয়ার সঙ্গে এক গ্রুপে আছে আফ্রিকার এই দেশ। ব্রাজিল এখনও পর্যন্ত তিউনিসিয়ার বিরুদ্ধে কেবল মাত্র একবার মুখোমুখি হয়েছে। ১৯৭৩ সালে হওয়া সেই ম্যাচটিতে ব্রাজিল ৪-১ গোলে জয়লাভ করে। তাছাড়া এই পর্যন্ত ব্রাজিল বনাম তিউনিসিয়া আর মুখোমুখি হয়নি। আরও পড়ুন-ইংল্যান্ড-জার্মানি ম্যাচের পর সমর্থকদের মধ্যে ব্যাপক ঝামেলা, মাস্ক পরে ছুরি হাতে চড়াও

দেখুন টুইট

এই ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ১২টায়। ভারতের কোনও টিভি চ্যানেলে সরাসরি দেখানো হবে না ব্রাজিল-তিউনেশিয়া। অনলাইনে তিউনেশিয়ার ফুটবল সংস্থার ইউ টিউব চ্যানেলে সরাসরি দেখানো হবে খেলা।