বিশ্ব টেবিল টেনিসে (World Team Table Tennis Championships 2024) বড় চমক বাংলার মেয়ে ঐহিকা মুখার্জি (Ayhika Mukherjee)-র। টেবিল টেনিসে অপরাজেয় চিন তথা বিশ্বের এক নম্বর খেলোয়াড় সুন ইঙ্গসা-কে অবিশ্বাস্য খেলে হারালেন নৈহাটির মেয়ে ঐহিকা (Ayhika)। শুক্রবার দক্ষিণ কোরিয়ার বুসানে বিশ্ব টেবিল টেনিস টিম চ্যাম্পিয়নশিপে মহিলাদের দলগত বিভাগের গ্রুপ লিগের প্রথম ম্যাচে স্মরণীয় জয় পেলেন ঐহিকা। চিনের সুন ইঙ্গসা-কে ১২-১০, ৩-১১, ১৩-১১, ১১-৬ গেমে হারিয়ে দেন নৈহাটির মেয়ে। বিশ্বের এক নম্বর খেলোয়াড়ের বিরুদ্ধে ঐহিকার নিখুঁত খেলা দেখে বিশ্ব টেবিল টেনিস মহল মুগ্ধ। দীর্ঘদিন বাদে কোনও বাঙালি খেলোয়াড় বিশ্বমঞ্চে এভাবে শ্রেষ্ঠত্বের বাহবা পেলেন। গত বছর এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতে শোরগোল ফেলে দিয়েছিলেন মুর্খাজি সিস্টার্স- ঐহিকা ও সুতীর্থা। তবে এই টাইয়ের ভারত একটুর জন্য ম্যাচে চিনের কাছে হারল ২-৩।
ঐহিকা ছাড়াও এই টাইয়ে জেতেন শ্রীজা আকুলা। শ্রীজা ৩-০ (১১-৭, ১১-৯, ১৩-১১) জেতেন বিশ্বের দুই নম্বর খেলোয়াড় ওয়াং ইদি-র বিরুদ্ধে। তবে টাইয়ের বাকি তিনটি ম্যাচে জেতে টেবিল টেনিসের চিরকালীন অপরাজেয় দেশ চিন। চিনের বিরুদ্ধে এই টাইয়ে ভারতের তারকা মনিকা বাত্রা দুটি ম্যাচেই হারেন।
বুসানে বিশ্ব টেবিল টেনিস টিম চ্যাম্পিয়নশিপে মহিলাদের দলগত বিভাগের গ্রুপ লিগ ভারতের সঙ্গে আছে চিন, হাঙ্গেরি, স্পেন ও উজবেকিস্তান। ঐহিকা-শ্রীজা-দের গ্রুপের দ্বিতীয় ম্যাচ হাঙ্গেরির বিরুদ্ধে। মোট ৮টি গ্রুপে আছে ৪০টি দেশ। প্রতিটি গ্রুপ থেকে ৪টি করে দেশ নক আউট রাউন্ডে উঠবে, একটি দেশ বিদায় নেবে। পুরুষদের দলগত বিভাগে ভারতের সঙ্গে আছে দক্ষিণ কোরিয়া, পোল্যান্ড, চিলি ও নিউ জিল্যান্ড।