
বেঙ্গালুরু, ১৯ মে: প্রথমবার আইপিএল খেতাব জেতার স্বপ্নের কাছে পৌঁছে গিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। ১২ ম্যাচে ১৭ পয়েন্ট পেয়ে প্লে অফে উঠে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। এরই মাঝে দক্ষিণ আফ্রিকার তারকা পেসার লুঙ্গি এনগেদে ( Lungi Ngidi)কে পাচ্ছে না আরসিবি। লুঙ্গির পরিবর্তে জিম্বাবোয়ের তারকা পেসার ব্লেসিং মুঝারাবানি-কে। ২৮ বছরের হারারের পেসার মুঝারবানি জিম্বাবোয়ের হয়ে ১২টি টেস্ট, ৫৫টি ওয়ানডে ও ৭০টি আন্তর্জাতিক টি-২০ খেলেছেন। তাঁর বোলিং মুগ্ধ করেছে বেঙ্গালুরুর টিম ম্যানেজমেন্ট। লুঙ্গি সরতেই, মুঝারবানিকে নিতে ঝাঁপান বিরাট কোহলি, রজত পাতিদার-রা। ২৯ মে থেকে শুরু হচ্ছে প্লে অফের খেলা। জিম্বাবোয়ে থেকে বেঙ্গালুরুতে ২৫ মে-র মধ্যে চলে আসছেন মুঝারঝানি। সিকান্দার রাজা-র পর ফের কোনও জিম্বাবোয়েনকে আইপিএলে খেলতে দেখা যেতে পারে।
বিরাটদের লক্ষ্য এখন প্রথম দুইয়ে থাকা
প্লে অফে ওঠার পর এবার বিরাটদের লক্ষ্য হল, লিগ তালিকায় প্রথম দুইয়ে শেষ করা। প্রথম দুইয়ে শেষ করলে প্লে অফের কোয়ালিফায়ার ওয়ানে খেলার সুযোগ মেলে। আর লিগে তিন ও চারে শেষ করে প্লে অফে উঠলে কোয়ালিফিয়ার টু-তে খেলতে খেলতে হয়। কোয়ালিফায়ার ওয়ানে খেলার সুবিধা হল, সেই ম্যাচে জিতলেই ফাইনালে ওঠা যায়, আর হারলেও বিদায় নিতে হয় না। এলিমিনেটের কোয়ালিফায়ার ওয়ানে পরাজিত দল খেলে কোয়ালিফিয়ার টু-য়ের জয়ী দলের সঙ্গে। কোয়ালিফায়ার টু-তে হারা দল বিদায় নেয়। আর এলিমিনেটেরে জয়ী দল খেলে ফাইনালে।
আর তাই বেঙ্গালুরু লিগ পর্বের শেষ দুটি ম্যাচে জিততে মরিয়া। আরসিবি-র শেষ দুটি ম্যাচ সান রাইজার্স হায়দরাবাদ (২৩ মে, বেঙ্গালুরু), লখনৌ সুপার জায়েন্টস (২৭ মে, লখনৌ)।