কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রধান তথা বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে কঠোর শাস্তির দাবিতে আন্দোলন করছেন ভারতের কুস্তিগিররা। আইওসি সভাপতি পিটি ঊষা থেকে এএআইএফ সভাপতি কল্যাণ চৌবেরা এই আন্দোলনকে কটাক্ষ করলেও, অভিনব বিন্দ্রা- নীরজ চোপড়া, সানিয়া মির্জা থেকে নিকাত জারিন, হরভজন সিংয়ের মত ক্রীড়াবিদরা সাক্ষী মালিকদের পাশে দাঁড়িয়েছেন। আর এবার যন্তরমন্তরে প্রতিবাদরত ভারতীয় কুস্তিগিরদের পাশে দাঁড়ালেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া। সাক্ষি মালিক, বিনেশ ফোগাতদের বোন ডেকে পাশে থাকার বার্তা দিয়ে টুইট করলেন বাইচুং।
পাহাড়ি বিছে সোশ্যাল মিডিয়ায় লিখলেন, যে অ্যাথলিটরা ভারতকে গর্বিত করেছেন তারাই এখন ন্য়ায় বিচারের দাবিতে রাস্তা নেমে প্রতিবাদ করছেন, এটা দেখে সত্যিই দু:খ লাগছে। প্রত্যেক ক্রীড়াবিদ দেশের জন্য তাদের ঘাম ও রক্ত দেয় এবং যেটা ন্যুনতম তারা আশা করে সেটা হল মর্যাদা আর ন্যায় বিচার। আরও পড়ুন-কাউন্টিতে ফের দুরন্ত সেঞ্চুরি পূজারার, বিশ্ব টেস্ট ফাইনালের আগে দুরন্ত ফর্মে
দেখুন টুইট
I stand in solidarity with my sisters @Phogat_Vinesh, @SakshiMalik, and all others who are fighting for justice. pic.twitter.com/sn2dudMRcD
— Bhaichung Bhutia (@bhaichung15) April 29, 2023
সঙ্গে বাইচুং লিখলেন, প্রাক্তন অ্যাথলিট ও দুই মেয়ের বাবা হিসেবে এটা শুনে আমার হৃদয় ভেঙেছে, যে মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার শিকার হতে হয়েছে। যন্তর মন্তরে যে সাহসী অ্য়াথলিটরা প্রতিবাদ দেখাচ্ছে আমি তাদের পাশে দাঁড়াচ্ছি।