গতকাল ৯৯ রানে অপরাজিত ছিলেন, আজ সেঞ্চুরি পূর্ণ করলেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে কাউন্টিতে দারুণ ফর্মে ভারতের তারকা ব্যাটার চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। প্রায় মাসখানেক বাদে যে দেশে বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবেন সৌরাষ্ট্রে তারকা ব্যাটার, সেখানেই তিনি আবার সেঞ্চুরি পেলেন। ব্রিস্টলে কাউন্টি চ্যাম্পিয়নশিপে গ্লস্টারশায়ারের বিরুদ্ধে সাসেক্সের অধিনায়ক পূজারা চার নম্বরে নেমে সেঞ্চুরি করেন।
এদিন বেশ কিছু চোখধাঁধানো ইনিংস খেলেন পূজারা। চলতি মাসের গোড়ায় কাউন্টিতে ডারহামের বিরুদ্ধে ১১৫ রানের দুরন্ত ইনিংস খেলেন পূজারা। তাঁর সতীর্রা যখন ধুমধাড়াক্কা ক্রিকেটের আইপিএলে চালিয়ে খেলছেন, তখন পূজারা নি:শব্দে বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালের প্রস্তুতি সারছেন।
দেখুন টুইট
2nd hundred for Captain Pujara.
He is continuing his dream run in England & preparing well for the WTC final. The Rock of Sussex. pic.twitter.com/18IXVcfVaF
— Johns. (@CricCrazyJohns) April 29, 2023
আগামী ৭ জুন থেকে ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে। টিম ইন্ডিয়ার প্রথম একাদশ মোটের ওপর এমন হতে পারে- রোহিত শর্মা (অধিনায়ক), শুবমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, লোকেশ রাহুল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, মহম্মদ সিরাজ, মহম্মদ সামি।