অভিমন্যু ঈশ্বরণ (Photo: Facebook)

কলকাতা, ১৯ নভেম্বর: করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত বাংলার ক্রিকেট দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran)। আগামী ২ সপ্তাহের জন্য তাঁকে কোয়ারান্টিনে থাকতে হবে। তাই বেঙ্গল টি টোয়েন্টি চ্যালেঞ্জে তাঁকে পাওয়া যাবে না বলেই মনে হচ্ছে। প্রি সিজনে যোগ দিতে দেরাদুন থেকে কলকাতায় এসেছিলেন ঈশ্বরণ। তাঁর বাধ্যতামূলক কোভিড পরীক্ষা করা হয় এবং সেই পরীক্ষাতেই ধরা পড়ে তিনি করোনা আক্রান্ত।

যদিও ঈশ্বরণের কোনও উপসর্গ নেই। তবে এই রিপোর্ট আসার পরে তাঁকে কোয়ারান্টিনে রাখা হয়েছে। সিএবির মেডিক্যাল প্যানেলের তত্বাবধানে চিকিৎসা চলছে তাঁর। সিবিএর যুগ্ম-সচিব দেবব্রত দাস এক বিবৃতিতে বলেছেন, "ঈশ্বরণের বাধ্যতামূলক করোনা পরীক্ষা করিয়েছিলেন এবং তখন তাঁর রিপোর্ট পজিটিভ আসে। তবে তাঁর কোনও উপসর্গ নেই। আরও পড়ুন: IFA Shield 2020: ৬ ডিসেম্বর শুরু আইএফএ শিল্ড, প্রথম ম্যাচে খিদিরপুরের মুখোমুখি মহামেডান

২৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে বাংলার টি টোয়েন্টি চ্যালেঞ্জ। এই প্রথম টি টোয়েন্টি চ্যালেঞ্জের আয়োজন করেছে সিএবি। টুর্নামেন্টে অংশ নেবে মোহনবাগান, ইস্টবেঙ্গল, কালীঘাট, টাউন, তপন মেমোরিয়াল ও কাস্টমস ক্লাব।