Manoj Tiwari. (Picture Credits: PTI)

গতবারের শোধ তুলে রঞ্জি ট্রফির ফাইনালের পথে বাংলা। দু বছর পর ফের রঞ্জির ফাইনালে খেলা থেকে মনোজ তিওয়ারিদের আর শুধু সময়ের অপেক্ষা। ইন্দোরে ম্যাচের তৃতীয় দিনে গতবারের চ্যাম্পিয়ন মধ্যপ্রদেশকে প্রথম ইনিংসে ১৭০ রানে অল আউট করে দিলেন বাংলার বোলাররা। অনবদ্য বোলিং করে বাংলাকে ম্যাচ মুঠোয় এনে দিলেন পেসার আকাশ দীপ(৫/৪২)। সঙ্গে ভাল বল করলেন শাহবাজ আহমেদ (২/৩০) । প্রথম ইনিংসে মনোজ তিওয়ারির দলের লিড পান ২৬৮ রানের।

গতকাল, মধ্যপ্রদেশের স্কোর ছিল ২ উইকেটে ৫৬। এদিন, ১১৪ রানের মধ্যে ৮ উইকেট হারায় গতবারের চ্যাম্পিয়নরা। আইপিএলের দুই তারকা রজত পাতিদার (০) ও ভেঙ্কটেশ আইয়ার (৭)-কে দাঁড়াতেই দেননি আকাশ দীপ, শাহবাজরা। আটে নেমে শুভম শর্মা ৪৪ রানের অপরাজিত ইনিংস না খেললে মধ্যপ্রদেশের লজ্জা আরও বাড়ত। আরও পড়ুন-রোহিত- জাদেজা পার্টনারশিপে ভর করে ভারতের বড় লিড

প্রসঙ্গত, প্রথম ইনিংসে বাংলা করেছিল ৪৩৮ রান, অনবদ্য সেঞ্চুরি করেছিলেন অনুষ্টুপ মজুমদার (১২০) ও সুদীপ ঘরামি (১১২)। গতবার রঞ্জির সেমিফাইনালে বাংলাকে ১৭৪ রানে হারিয়ে ফাইনালে উঠেছিল মধ্যপ্রদেশ। এরপর ফাইনালে মুম্বইকে ৬ উইকেটে হারিয়ে প্রথমবার রঞ্জি জিতেছিল মধ্যপ্রদেশ।

তবে মধ্যপ্রদেশকে ফলো অন না করিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নামল বাংলা। এখান থেকে মনোজদের ফাইনালে ওঠা নিয়ে কোনও সংশয় নেই। শুধু মধ্যপ্রদেশকে সরাসরি হারিয়ে ফাইনালে ওঠা যাবে কি না সেটুকুই প্রশ্ন।

গত তিনটে রঞ্জি ট্রফি ফাইনালে দু'বার খেলতে চলেছে বাংলা। যদিও গত তিনটে রঞ্জি ফাইনালে হারার রেকর্ড আছে বাংলার। ২০০৬, ২০০৭, ২০২০ রঞ্জি ট্রফির ফাইনালে হেরে যায় বাংলা। রঞ্জিতে বাংলা মাত্র একবার চ্যাম্পিয়ন হয়। ১৯৯০ সালে দিল্লিকে হারিয়ে রঞ্জি জিতেছিল বাংলা। সেটাই প্রথম, সেটাই শেষ।