টেস্টে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশী ওভার বাউন্ডারি হাঁকানোর বিশ্বরেকর্ড গড়লেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes)। শনিবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে স্টোকস ৩১ রান করতে মারেন দুটি ওভার বাউন্ডারি। সেই সুবাদে দলের কোচ ব্র্যান্ডন ম্যাকালামের টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশী ছক্কা হাঁকানোর রেকর্ড ভাঙেন অধিনায়ক স্টোকস। টেস্টে কিউই ক্রিকেটার ম্যাকালামের ১০৭টি ওভার বাউন্ডারি হাঁকানোর বিশ্বরেকর্ড ছিল। সেখানে স্টোকস এখনও পর্যন্ত টেস্টে মোট ১০৯টি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন। নিজের ৯০তম টেস্টে খেলতে নেমে ৩১ বছর বয়সী স্টোকস এই নজির গড়লেন।
টেস্টে সাড়ে ৫ হাজারের রানের পাশাপাশি ১৯৩টি উইকেটও আছে স্টোকসের। সেখানে ১০১টি টেস্ট খেলে ম্যাকালাম ১০৭টি ওভার বাউন্ডারি মারেন। টেস্টে ম্যাকালামের ৬৪৫৩ রান করার রেকর্ড আছে। আরও পড়ুন-বিরাট কোহলির ফ্র্যাঞ্চাইজি ঘোষণা করল নতুন অধিনায়কের নাম
দেখুন টেস্টে সবচেয়ে ছক্কা মারার মুহূর্ত
Historic moment - Ben Stokes has most sixes in Test cricket.pic.twitter.com/5UcXmKQm3W
— Johns. (@CricCrazyJohns) February 18, 2023
পাঁচ দিনের ক্রিকেটে ছক্কা হাঁকানোর বিষয়ে অ্যাডাম গিলক্রিস্ট (১০০)-এর রেকর্ড ভেঙেছিলেন ম্যাকালাম। এবার ম্যাকালামের রেকর্ড ভাঙলেন স্টোকস। ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল (৯৮টি ছক্কা) ও দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি জাক কালিস (৯৭)- টেস্টে সবচেয়ে বেশী ওভার বাউন্ডারির তালিকায় চার ও পাঁচ নম্বরে আছেন।
এদিকে, নিউ জিল্যান্ডের বিরুদ্ধে মাউন্ট মাউগানুইতে চলতি টেস্টে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে করল ৩৭৪ রান। ফলে চলতি চেস্টে জিততে হলে নিউ জিল্যান্ডকে করতে হবে ৩৯৪ রান। দ্বিতীয় ইনিংসেও একেবারে ঝড় তুলেই ৩৭৪ রান করে ইংল্যান্ড। স্টোকসরা ওভার প্রতি ৫ রান করেন। জো রুট (৫৭), হ্যারি ব্রুক (৪১ বলে ৫৪), বেন ফোসক (৫১), ওলি পোপ (৪৯) -দারুণ ব্যাটিং করেন। প্রথম ইনিংসে ইংল্যান্ড করেছিল ৩২৫ রান। প্রথম ইনিংসে ওভার প্রতি সাড়ে ৫ রানের বেশী তুলেছিলেন স্টোকসরা। জবাবে কিউইরা প্রথম ইনিংসে করেছিল ৩০৬ রান।