
BCCI: সন্ত্রাসবাদে মদতদাতা পাকিস্তানের সঙ্গে তীব্র উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির পর এশিয়া কাপ ক্রিকেটে (Asia Cup Cricket) ভারতের যোগদান নিয়ে প্রশ্ন উঠেছিল। আজ, সোমবার সকাল থেকে দেশের প্রায় সব বড় সংবাদমাধ্যমে প্রকাশিত হয় বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে এশিয়া কাপে অংশ না নেওয়ার। সংবাদামধ্যমে প্রকাশি হয়, ভারত আগামী জুনে শ্রীলঙ্কায় হতে চলা মেয়েদের ইমার্জিং এশিয়া কাপের পাশাপাশি সেপ্টেম্বরে ছেলেদের এশিয়া কাপেও না খেলার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এই খবরকে অস্বীকার করে BCCI-র সচিব দেবজিত সাইকিয়া জানান, " সকাল থেকে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত হচ্ছে বিসিসিআই এশিয়া ও মহিলাদের এমার্জিং টিমস এশিয়া কাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বোর্ডের ফোকাস এখন আইপিএল আর টিম ইন্ডিয়ার ইংল্যান্ড সিরিজ
এই দুটিই এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC)-র টুর্নামেন্ট। এখনও পর্যন্ত এই খবরের কোনও সত্যতা নেই। এখনও বিসিসিআই এই বিষয়ে কোনও আলোচনা করেনি, এসিসি-কে চিঠিও লেখেনি। এখন আমাদের ফোকাস রয়েছে আইপিএল ভালভাবে শেষ করা ও ভারতীয় পুরুষ ও মহিলা দলের আসন্ন ইংল্যান্ড সিরিজ নিয়ে।
এশিয়া কাপে না খেলা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি জানালেন BCCI কর্তা
BCCI Secretary Devajit Saikia to ANI says, "Since this morning, it has come to our notice about some news reports that the BCCI has decided not to participate in the Asia Cup and the Women's Emerging Teams Asia Cup, both of which are ACC (Asian Cricket Council) events. Such news… pic.twitter.com/U0fZ9t8Ykl
— ANI (@ANI) May 19, 2025
এশিয়া কাপে যোগদান নিয়ে কোথায় আপত্তি ভারতের
এখন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের শীর্ষপদে রয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি (Pakistan Cricket Board Chairman Mohsin Naqvi)। তিনি আবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও। সেই কারণেই এই টুর্নামেন্টে তীব্র আপত্তি জানাচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। বিসিসিআই সূত্রে খবর, ‘ভারতীয় ক্রিকেট দল এমন কোনও টুর্নামেন্টে অংশ নেবে না যেখানে কাউন্সিলের শীর্ষপদে একজন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) চেয়ারম্যান রয়েছেন। এটি দেশের নিরাপত্তার প্রশ্ন। আমরা বিষয়টি আপাতত মৌখিকভাবে এসিসি-কে জানিয়েছি। এমনকী, ভবিষ্যতেও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের আয়োজিত কোনও টুর্নামেন্টে ভারত অংশগ্রহণ করবে কি না, তা নিয়ে ভাবনাচিন্তা করা হবে। পাশাপাশি ভারত সরকারের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রেখে যাচ্ছি।’