Outstanding effort from India to go 1-0 up against Australia in the Border-Gavaskar Trophy

দেশের মাটিতে বিশ্বকাপ মিটলেই টিম ইন্ডিয়ার সামনে কঠিন সিরিজ। ডিসেম্বরে ভারতীয় ক্রিকেট দলকে খেলতে যেতে হবে দক্ষিণ আফ্রিকায়। দক্ষিণ আফ্রিকায় গিয়ে তিনটি টি টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজের সূচি ঘোষণা হল।

নেলসম ম্যান্ডেলার দেশে প্রথমে টি-২০, তারপর ওয়ানডে, ও সবশেষে টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। আগামী ১০ ডিসেম্বর থেকে থেকে ডারবানে শুরু হবে তিন ম্যাচের টি-২০ সিরিজ। তারপর ১৭ ডিসেম্বর থেকে জোহানেসবার্গে শুরু হবে ওয়ানজে সিরিজ। টেস্ট সিরিজ শুরু ২৬ ডিসেম্বর থেকে, কেপটাউন। সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট শুরু ৩ জানুয়ারি, কেপটাউনে।

এক নজরে ভারতের দক্ষিণ আফ্রিকা সূচি

টি-২০ সিরিজ

প্রথম ম্যাচ: ১০ ডিসেম্বর, ডারবান

দ্বিতীয় ম্যাচ: ১২ ডিসেম্বর, গিউয়েবেরহা

তৃতীয় ম্যাচ: ১৪ ডিসেম্বর, জোহানেসবার্গ

ওয়ানডে সিরিজ

প্রথম ম্যাচ:১৭ ডিসেম্বর, জোহানেসবার্গ

দ্বিতীয় ম্যাচ: ১৯ ডিসেম্বর, গিউয়েবেরহা

তৃতীয় ম্যাচ: ২১ ডিসেম্বর, পার্ল

দেখুন টুইট

 

টেস্ট সিরিজ

প্রথম ম্যাচ: ২৬ ডিসেম্বর থেকে, সেঞ্চুরিয়ান,

দ্বিতীয় ম্যাচ: ৩ জানুয়ারি, ২০২৪ থেকে ৭ জানুয়ারি কেপটাউন।