দেশের মাটিতে বিশ্বকাপ মিটলেই টিম ইন্ডিয়ার সামনে কঠিন সিরিজ। ডিসেম্বরে ভারতীয় ক্রিকেট দলকে খেলতে যেতে হবে দক্ষিণ আফ্রিকায়। দক্ষিণ আফ্রিকায় গিয়ে তিনটি টি টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজের সূচি ঘোষণা হল।
নেলসম ম্যান্ডেলার দেশে প্রথমে টি-২০, তারপর ওয়ানডে, ও সবশেষে টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। আগামী ১০ ডিসেম্বর থেকে থেকে ডারবানে শুরু হবে তিন ম্যাচের টি-২০ সিরিজ। তারপর ১৭ ডিসেম্বর থেকে জোহানেসবার্গে শুরু হবে ওয়ানজে সিরিজ। টেস্ট সিরিজ শুরু ২৬ ডিসেম্বর থেকে, কেপটাউন। সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট শুরু ৩ জানুয়ারি, কেপটাউনে।
এক নজরে ভারতের দক্ষিণ আফ্রিকা সূচি
টি-২০ সিরিজ
প্রথম ম্যাচ: ১০ ডিসেম্বর, ডারবান
দ্বিতীয় ম্যাচ: ১২ ডিসেম্বর, গিউয়েবেরহা
তৃতীয় ম্যাচ: ১৪ ডিসেম্বর, জোহানেসবার্গ
ওয়ানডে সিরিজ
প্রথম ম্যাচ:১৭ ডিসেম্বর, জোহানেসবার্গ
দ্বিতীয় ম্যাচ: ১৯ ডিসেম্বর, গিউয়েবেরহা
তৃতীয় ম্যাচ: ২১ ডিসেম্বর, পার্ল
দেখুন টুইট
The Board of Control for Cricket in India (#BCCI) & Cricket South Africa (#CSA) have announced the schedule of #India’s all-format tour of #SouthAfrica to be played in December and January.
The tour will begin with a three-match T20I series, followed by a three-match ODI series… pic.twitter.com/wGO6KNRtOr
— IANS (@ians_india) July 14, 2023
টেস্ট সিরিজ
প্রথম ম্যাচ: ২৬ ডিসেম্বর থেকে, সেঞ্চুরিয়ান,
দ্বিতীয় ম্যাচ: ৩ জানুয়ারি, ২০২৪ থেকে ৭ জানুয়ারি কেপটাউন।