BAN vs PAK T20I Series 2025: আন্তর্জাতিক ক্রিকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, তলিয়ে গেল পাকিস্তান। শ্রীলঙ্কায় সিরিজ জয়ের পর এবার পাকিস্তানকে টানা দুটো ম্যাচে হারিয়ে টি-২০ সিরিজ জিতল বাংলাদেশ (Bangladesh Cricket Team)। এই প্রথম পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতল পদ্মাপাড়ের দেশ। ক'দিন আগেই শ্রীলঙ্কায় টি-২০ সিরিজ জিতে চমকে দিয়েছিলেন লিটন দাসরা, আর এবার দেশের মাটিতে পাক বধ। এক ম্যাচ বাকি থাকতেই মীরপুরে টি-২০ সিরিজ জিতলেন লিটন দাসরা। এদিন বাংলাদেশ জেতে ৮ রানে। আর রবিবার প্রথম ম্য়াচে লিটন দাসরা জিতেছিলেন ৭ উইকেট। পাকিস্তান মীরপুরের উইকেটকে হারের জন্য দায়ি করলেও এটা অস্বীকার করার জায়গায় নেই সলমন আঘারা একেবারে জঘন্য ক্রিকেট খেলেছেন। পাকিস্তানের কোচ হিসাবে এসে একেবারে খারাপ শুরু হল মাইক হেসোনের।
৩০ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল পাকিস্তানের
মঙ্গলবার, মীরপুরে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে প্রথমে ব্যাট করে বাংলাদেশ করেছিল ১৩৩ রান। দলের বিপর্যয়ের মাঝে ভাল খেলেন জাকের আলি (৫৫) ও মেহদি হাসান (৩৩)। ১৩৪ রান করলে সিরিজে সমতায় ফেরা যাবে, এমন শর্তে ব্যাট করতে নেমে মাত্র ১৫ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বসে পাকিস্তান। এরপর ৩০ রানে সলমন আঘাদের পড়ে যায় ৬টি উইকেট। পাকিস্তানের প্রথম ৬ জন ব্যাটার এক অঙ্কের রানে আউট হন।
শ্রীলঙ্কার পর এবার পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতল বাংলাদেশ
Bangladesh win a thriller to secure the T20I series against Pakistan 👏#BANvPAK 📝: https://t.co/bFLytb8xlt pic.twitter.com/xGbkltVdFi
— ICC (@ICC) July 22, 2025
শেষের দিকে ফাহিম আশরাফের লড়াই কাজে আসেনি
তাদের মধ্য়ে তিন জন শূন্য রানে (মহম্মদ হ্যারিস, হাসান নওয়াজ ও মহম্মদ নওয়াজ) এবং সায়ুমন আয়ুব ১ রানে আউট হন। অধিনায়ক সলমন আঘা ২৩ বল খেলে ৯ রানে আউট হন। ৪৭ রানে ৭ উইকেট হারানোর পর শেষের দিকে ৩২ বলে ৫১ রানের দুরন্ত ইনিংস খেলেন ফাহিম আশরাফ। তবে তিনি আউট হয়ে যেতেই ম্যাচ ও সিরিজ হেরে বসে পাকিস্তান। বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম ১৭ রান দিয়ে ৩টি উইকেট নেন। দুটি করে উইকেট নেন মেহদি হাসান ও তানজিম হাসান সাকিব। বাংলাদেশের কাছে সিরিজ হেরে আরও অন্ধকারে চলে গেল ইমরান খানের দেশ।