Photo Credits: Twitter

টি-২০ সিরিজে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৩-০ হারিয়ে দিল বাংলাদেশ। কুড়ি কুড়ির ক্রিকেটে বাংলাদেশের রেকর্ড একেবারে খারাপ। সেই খারাপ রেকর্ড নিয়েও ইংল্যান্ডকে ৩-০ হারিয়ে কলঙ্কমুক্ত হল সাকিব আল হাসানদের। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে দ্বিপাক্ষিক সিরিজ চালু হওয়ার পর থেকে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে এই প্রথম সিরিজ খেলতে নেমেছিল দুই দেশ। ক মাস আগে যে জোস বাটলাররা অবিশ্বাস্য খেলে টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিলেন, সেই বাটলাররা বাংলাদেশে পুরো ধরাশায়ী হলেন। মীরপুরে মঙ্গলবার সিরিজের তৃতীয় তথা শেষ টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ জিতল ১৬ রানে।

তারকা ওপেনার লিটন দাসের অনবদ্য ৫৭ বলে ৭৩ রানের ইনিংসের সুবাদে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে করেছিল ২ উইকেটে ১৫৮ রান। সেখানে ডেভিড মালান (৫৩), বাটলার (৪০) বাকি খেললেও বাকিদের ব্যর্থতায় পুরো ২০ ওভার খেলে ৬ উইকেটে ইংল্যান্ড করে ৬ উইকেটে ১৪২ রান। আরও পড়ুন-এবারের আইপিএলে এক ওভারে চারটে ছক্কা হাঁকাবেন, মনে হচ্ছে পরাগের

সিরিজ সেরা হলেন নাজমুল হোসেন শান্তো। প্রসঙ্গত,টি-২০ সিরিজের প্রথম দুটি ম্যাচে বাংলাদেশ জিতেছিল যথাক্রমে ৬ উইকেট ও ৪ উইকেট। টি-২০-তে ধরাশায়ী হলেও ওয়ানডে সিরিজে বাংলাদেশকে ২-১ হারিয়েছিলেন বাটলার। এরপর বাংলাদেশ টানা চারটে ম্যাচে ইংল্যান্ডকে হারাল।