আসন্ন টি২০ বিশ্বকাপে (T20 World Cup) এর প্রস্তুতি নিতে বাংলাদেশ ও শ্রীলঙ্কা তিন ম্যাচের টি-টোয়েন্টি আন্তর্জাতিক (T20I) সিরিজের জন্য প্রস্তুত। বলা যায় যে ক্রিকেট অনুগামীরা একটি উত্তেজনাপূর্ণ সিরিজ দেখতে পাবেন। শান্তর বদলে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করবেন নাজমুল হোসেন এবং শ্রীলঙ্কার হয়ে চরিথ আসালাঙ্কা প্রথম দুই ম্যাচের অধিনায়কের দায়িত্ব নেবেন। তারপর নিয়মিত অধিনায়ক ওয়ানিন্দু হাসরাঙ্গা শেষ টি-টোয়েন্টিতে ফিরবেন।
বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ভারতীয় সময় বিকেল সাড়ে পাঁচটায়। ভারতীয় ক্রিকেট অনুগামী ও ভক্তরা এই ম্যাচটি ফ্যানকোড অ্যাপ এবং ওয়েবসাইটে দেখতে পারবেন।
It's match day in Sylhet! Sri Lanka is set to take on Bangladesh in the 1st T20I today at 5:30 PM SLST. #BANvSL 🇱🇰🇧🇩
Let's go Lions! roar for the team in the comments below! pic.twitter.com/Qf2X62enjT
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) March 4, 2024
The Lions are ready to roar in Bangladesh! Our tour schedule is set, featuring three T20Is, three ODIs, and two Tests.
Mark your calendars! ️🗓️ #SLvBAN pic.twitter.com/ELh7VvHf9g
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) February 28, 2024