কষ্টার্জিত জয় কিউইদের। (Photo Credits: Getty Images)

লন্ডন, ৬ জুন: বিশ্বকাপ ২০১৯ (ICC World Cup 2019)-এ আবার নজরকাড়া পারফরম্যান্স বাংলাদেশ (Bangladesh)-র। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা (South Africa)-র কাছে দুরন্ত জয়ের পর, বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে লড়ে হারলেন মাশারাফি মোর্তাজা-সাকিব আল হাসান-রা। সীমিত সাধ্য নিয়ে শেষ বল পর্যন্ত লড়ে সাকিবরা হারলেন ২ উইকেটে। ২৪৪ রান তাড়া করতে নেমে সহজেই জয়ের দিকে এগোচ্ছিল কিউই দল। কিন্তু শেষের দিকে বাংলাদেশের বোলারদের লড়াই ম্যাচ জমিয়ে দিয়েছিল। শেষ অবধি কিউই টেলেন্ডার মিচেল স্যান্টনারের ১৭ রানের অপরাজিত ইনিংসটা জিতিয়ে আনাল নিউজিল্যান্ডকে। পরপর দুটো ম্যাচে জিতে নিউজিল্যান্ড এখন পয়েন্ট তালিকার শীর্ষে।

হারলেও এই ম্যাচ টাইগারদের লড়াই মন জিতল। বাংলাদেশ শিবিরের আক্ষেপ আর অন্তত ১৫ রান বেশি থাকলেও ম্যাচটা হয়তো জেতা যেত। দক্ষিণ আফ্রিকা ম্যাচের মত নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের ব্যাটিং ক্লিক করেনি। তিনে নেমে ৬৮ বলে ৬৪ রানের দারুণ ইনিংস খেলেন সাকিব। বাংলাদেশের বাকি ব্যাটসম্যানরা সেট হওয়ার মুহূর্তে আউট হন। বাংলাদেশের চারজন স্পেশালিস্ট ব্যাটসম্যান ২০-২৬ রানের মধ্যে আউট হন। ওয়ানডে-ক্রিকেটে যা মোটেই কোনও দলকে সাহায্য করে না। আরও পড়ুন- ICC World Cup 2019: দুরন্ত সেঞ্চুরি রোহিত শর্মার, চাহাল জাদুতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে দারুণ জয় ভারতের

জবাবে ব্যাট করতে নেমে কেন উইলিয়াসন (৪০) শুরুটা ভালই করেন। রস টেলর (৮২) দারুণ ইনিংস খেলে দলকে সহজ জয়ের পথে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু টেলর ফেরার পরেই ম্যাচে জান ফেরে। যদিও শেষ অবধি হাসি মুখেই মাঠ ছাড়ল নিউজিল্যান্ড।