Bangladesh vs Netherlands 2nd T20I Live Streaming: আর ক'দিন পরেই সংযুক্ত আরবআমিরশাহি-তে এশিয়া কাপে খেলতে নামবে বাংলাদেশ। তার আগে দেশের মাটিতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলছে বাংলাদেশ ক্রিকেট দল। আর আজ, সোমবার সিলেটে ডাচদের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে নামছেন লিটন দাসরা। শনিবার সিরিজের প্রথম ম্যাচে স্কট এডওয়ার্ডসের দলকে ৮ উইকেটে হারিয়ে দিয়েছেল বাংলাদেশ। আজ জিতলেই সিরিজ পকেটে নেবেন লিটন দাস-রা।
এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে আছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং
আসন্ন এশিয়া কাপে বি গ্রুপে বাংলাদেশ আছে শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং হংকংয়ের সঙ্গে। এশিয়া কাপে লিটনদের প্রথম ম্যাচ হংকংয়ের বিরুদ্ধে ১১ সেপ্টেম্বর। লিগের শেষ দুটি ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে। গ্রুপ থেকে দুটি দল সুপার ফোরে উঠবে।
আজ বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস দ্বিতীয় টি-২০ ম্য়াচ
🎟️ A few more seats left. Grab your ticket for the 2nd T20I – Dutch-Bangla Bank Bangladesh 🆚 Netherlands T20I Cricket Series 2025
📅 Match Date: 01 September 2025 | 🕕 6 PM
📍 Sylhet International Cricket Stadium
🔥 Book online now: https://t.co/4fGDOhBY5J
📲 Or get the app:… pic.twitter.com/tkpvG60PfA
— Bangladesh Cricket (@BCBtigers) September 1, 2025
এক নজরে দেখে নেওয়া যাক আজ বাংলাদেশ বনাম নেদারল্য়ান্ডস দ্বিতীয় টি-২০ ম্য়াচ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা
কবে, কোথায় আয়োজিত হবে বাংলাদেশ বনাম নেদারল্য়ান্ডস টি-২০ সিরিজের দ্বিতীয় ম্য়াচ?
আজ, সোমবার সিলেটে আয়োজিত হবে বাংলাদেশ বনাম নেদারল্য়ান্ডস টি-২০ সিরিজের দ্বিতীয় ম্য়াচটি।
কখন থেকে শুরু হবে খেলা?
বাংলাদেশের স্থানীয় সময় সন্ধ্য়া ৬টা ও ভারতীয় সময় বিকেল সাড়ে ৫টা থেকে শুরু হবে খেলাটি।
টিভিতে কোথায় সরাসরি দেখতে পাবেন খেলাটি?
ভারতে কোনও টিভি চ্য়ানেলে সরাসরি দেখা যাবে খেলাটি।
ইন্টারনেটের মাধ্যমে কীভাবে সরাসরি দেখবেন ম্যাচটি?
ফ্যান কোড অ্যাপের মাধ্যমে সরাসরি দেখা যাবে।