Bangladesh Cricket Team (Photo Credits: Twitter)

ওয়েস্ট ইন্ডিজ সফরে অবশেষে জয়ের মুখ দেখল বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট সিরিজে ০-২, টি টোয়েন্টি-তে ০-২ হারের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারায় বাংলাদেশ। বৃষ্টির কারণে ম্যাচ ৪১ ওভারে কমে দাঁড়ায়। প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ করে মাত্র ১৪৯ রান। বাংলাদেশের দুই বোলার মেহদি হাসান মিরাজ ও শরিফুল ইসলাম দুরন্ত বোলিং করেন। শরিফুল ৩৪ রান দিয়ে ৪টি উইকেট পান, মিরাজ ৩৬রান দিয়ে নেন ৩টি উইকেট। তবে ক্যারিবিয়ান ইনিংসের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি উইকেট নেন মিরাজ। কেইল মায়ার্স (১০) থেকে অধিনায়ক নিকোলাস পুরান (১৮), রোভম্যান পাওয়েল (৯), ব্র্যান্ডন কিং (৮ )-রা সবাই একসঙ্গে ব্যর্থ হন।

বাংলাদেশের বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেন ক্যারিবিয়ান ব্যাটাররা। জয়ের জন্য ১৪৯ রান তাড়া করতে নেমে শুরুতে ওপেনার লিটন দাস (১)-এর উইকেট হারালেও অধিনায়ক তামিম ইকবাল (৩৩), নাজমুল শান্তো (৩৭)-রা দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান। মেহমদুল্লাহ (৪১ অপরাজিত), নুরুল হাসা (২০ অপ) ৫৯ বল বাকি থাকতে দলের জয় নিশ্চিত করেন। তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হন মিরাজ। আরও পড়ুন- মহিলাদের হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারত

দেখুন টুইট

টেস্ট, টি টোয়েন্টি-তে অপ্রতিরোধ্য দেখানো ক্যারিবিয়ান দলকে ওয়ানডে সিরিজের শুরুতেই একেবারে হেলায় হারাল সাকিব আল হাসানহীন বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচ বুধবার, ১৩ জুলাই। বাংলাদেশের কাছে এখন সুযোগ ওয়ানডে সিরিজ জয়ের।