Lionel Messi in PSG (Photo Credit: Preeti/ X)

আজ, সোমবার রাতে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় পুরস্কার ব্যালন ডি'অর-এর বিজয়ীদের নাম ঘোষণা হতে চলেছে। বিশ্বকাপজয়ী লিওনেল মেসি তাঁর অষ্টম ব্যালন ডি'অর জিততে চলেছেন, এমনটাই জোর জল্পনা। মেসির সঙ্গে এই পুরস্কার জেতার দাবিদার ম্যানচেস্টার সিটি-র নরওয়ের তারকা আর্লিঙ্গ হাল্যান্ড। চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়র লিগ সহ ক্লাব ফুটবলে সব বড় ট্রফি জিতেছেন গোলমেশিন হাল্যান্ড। তবে তাঁর দেশ বিশ্বকাপ খেলার যোগ্যতা পায়নি। দেশকে বিশ্বকাপ জেতানোয় মেসিই এবার ব্যালন ডি-অর জিততে চলেছেন বলে ফাঁস হয়ে গিয়ছে খবর। এমনটাই দাবি ইউরোপের বিভিন্ন সংবাদমাধ্যমে।

বিশ্বের ১৮০ জন সাংবাদিকের ভোটের ভিত্তিতে তুলে দেওয়া হবে ব্যালন ডি'অর। মনোনিত ৩০ ফুটবলারের মধ্যে থেকে একজন পাবেন পুরস্কার।

কবে, কোথায়, কখন Ballon d'Or 2023 অনুষ্ঠান হবে?

Ballon d'Or 2023 অনুষ্ঠান ৩০ অক্টোবর (সোমবার),প্যারিসের থিয়েটার দু শ্যাটেলেটে আয়োজিত হবে। ভারতীয় সময় রাত সাড়ে ১১টা থেকে শুরু হবে অনুষ্ঠান।

টিভিতে কোথায় কখন দেখা যাবে ব্যালন ডি'অর (Ballon d'Or 2023)

সোনি স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে রাত সাড়ে ১১টা থেকে সরাসরি দেখানো হবে ৬৭তম ব্যালন ডি'অর পুরস্কারের অনুষ্ঠান।

অনলাইনে কীভাবে দেখা যাবে এই অনুষ্ঠান?

L’Equipe’-এর অফিসিয়াল ইউ টিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে।

মেসি এর আগে কোন কোন বছর ব্যালন ডি'অর জিতেছিলেন

২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯,ও ২০২১ সালে মেসি জিতেছিলেন ব্যালন ডি'অর।