প্যারিস, ৩০ নভেম্বর: যেমনটা মনে করা হয়েছিল তেমনই হল। ফুটবলের অস্কার হিসেবে পরিচিত ব্যালন ডি অর (Ballon D'Or 2021) -এ বর্ষসেরা পুরুষ ফুটবলার নির্বাচিত হলেন লিওনেল মেসি (Lionel Messi)। দেশকে কোপা আমেরিকা জেতানোর পুরস্কারটা পেলেন মেসি। ২০১৯ সালেও মেসিই এখনই পুরস্কার জিতেছিলেন। এবার নিয়ে মোট সাতবার মে সি জিতলেন ব্যালন ডি'অর। নিজের রেকর্ড নিজেই ভেঙে তিনিই সবচেয়ে বেশিবার বর্ষসেরা ফুটবলার হওয়ার অনন্য নজির গড়লেন। পেশাদার ফুটবলের সবচেয়ে বড় পুরস্কার জয়ের পিছনে মেসির সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ব্যবধান বাড়ল। রোনাল্ডো ব্যালন ডি'অর জিতেছেন ৫ বার।
মেসিকে এবার কড় টক্কর দিলেন বায়ার্ন মিউনিখের তারকা স্ট্রাইক ও পোল্যান্ডের অধিনায়ক রবার্ট লেওয়ানডেস্কি। ভোটাভুটিতে মেসি যেখানে পেলেন ৬১৩ পয়েন্ট, সেখানে লেওয়ানডেস্কি পেলেন ৫৮৫টি ভোট। তিন নম্বরে থাকলেন ইতালি তথা চেলসির মিডফিল্ডার জর্জিনহো। প্রথম তিন তো দূরের কথা, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থাকলেন ৬ নম্বরে। প্রথম দশে ছিলেন নেইমার, লুকাকুরা। আরও পড়ুন: এক উইকেটের জন্য এল না জয়, কিউই কাঁটা রয়েই গেল, কানপুর টেস্ট ড্র
জানুন মেসি ছাড়া ব্যালন ডি'রে কে কী জিতলেন
বর্ষসেরা পুরুষ ফুটবলার
১) লিওনেল মেসি (আর্জেন্টিনা, পিএসজি) (৬১৩ পয়েন্ট)
২) রবার্ট লেওয়ানডেস্কি (৫৮০ পয়েন্ট)
৩) জর্জিনহো (৪৬০ পয়েন্ট)
বর্ষসেরা মহিলা ফুটবলার
১) আলেক্সিয়া পুতেলাস (স্পেন, বার্সালোনা) (১৮৬ পয়েন্ট)
২) জেনিফার হারমোসা (৮৪ পয়েন্ট)
৩) স্যাম কের (৪৬ পয়েন্ট)
বর্ষসেরা অনুর্ধ্ব ২১ ফুটবলার (কোপা ট্রফি)
১) পেদ্রি (স্পেন, বার্সেলোনা) (৮৯ পয়েন্ট)
২) জুডে বেলিংহ্যাম (৩৯ পয়েন্ট)
৩) জামালা মুসিয়ালা (৩৮ পয়েন্ট)
বর্ষসেরা গোলকিপার (লেভ ইয়াসিন ট্রফি)
১) দোনারুমা (ইতালি, পিএসজি) (৫৯৪ পয়েন্ট)
২) ইদুয়ার্দো মেন্দি (৪০৪ পয়েন্ট)
৩) জান ওবলাক (১৫৫ পয়েন্ট)
বর্ষসেরা স্ট্রাইকার
রবার্ট লেওয়ানডোস্কি (পোল্যান্ড, বায়ার্ন মিউনিথ)
বর্ষসেরা ফুটবল ক্লাব
চেলসি (চ্যাম্পিয়ন্স লিগ জয়ী)